কলকাতা :'নেতাজি' ও 'করুণাময়ী রাণী রাসমণি' সাম্প্রতিককালের দুটি খুব জনপ্রিয় ধারাবাহিক । তাদের TRP-ও আকাশ ছোঁয়া । এই লকডাউনে একটি বিশেষ চ্যানেলের 4 টি ধারাবাহিক বন্ধ হয়ে যাবে । এই পরিস্থিতিতে 'নেতাজি', 'রাণী রাসমণি'-কে নিয়েও নাকি দেখা দিচ্ছে সংশয় । কিন্তু তা কতটা সত্যি ? ধারাবাহিক দুটির ভবিষ্যৎ নিয়ে রিসার্চার শিবাশিস ব্যানার্জি কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে । নাম প্রকাশে এক ব্যক্তিও এই নিয়ে খোলাখুলি কথা বললেন আমাদের সঙ্গে ।
শিবাশিস আমাদের বলেন, "আমাকে চ্যানেল এখনও পর্যন্ত কোনও অফিসিয়ালি কিছু জানায়নি ।"
এদিকে সূত্রের খবর, প্রথম থেকেই ঠিক ছিল 'নেতাজি' শিশির বোসের সঙ্গে বেরিয়ে যাবেন এলগিন রোডের বাড়ি থেকে, আর সেখানেই শেষ হবে ধারাবাহিক । এই লকডাউনের সময়টায় সেটা সম্প্রচারিত হওয়ার কথা ছিল । বাংলা ধারাবাহিকের যে বাজেট, 'নেতাজি' ধানবাদ গোমো হয়ে পেশোয়ার যাচ্ছেন, সেখান থেকে আফগানিস্তান পার হচ্ছেন, টার্কি যাচ্ছেন, জাহাজে যাচ্ছেন বার্লিন, তারপরই অতবড় ইউরোপ অধ্যায় ও মিটিং, সেখান থেকে সাবমেরিনে করে জাপান, তারপর যুদ্ধ, এটা বাংলা ধারাবাহিকের বাজেটে হয় না ।