পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য আর কলকাতার থিয়েটার

বাংলা থিয়েটার জগৎ থেকে অনেক প্রতিভা উঠে এসেছে, যাঁরা পরবর্তীকালে সর্বভারতীয় স্তরের দর্শকদের মুগ্ধ করেছেন । তেমনি একজন অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য । ETV ভারত সিতারার সঙ্গে নিজের থিয়েটার জীবনের অনেক কথা শেয়ার করলেন দিব্যেন্দু ।

Indian actor dibyendu bhattacharya bengali theatre connection
Indian actor dibyendu bhattacharya bengali theatre connection

By

Published : Sep 1, 2020, 8:12 PM IST

কলকাতা : 2001 সালে মীরা নায়ারের 'মনসুন ওয়েডিং' ছবিতে অভিনয় দিয়ে রুপোলি পরদায় পা রাখেন বেহালার এক ছেলে । তারপর 'মকবুল', 'অব তক ছাপ্পান', 'ব্ল্যাক ফ্রাইডে, 'দেব ডি'র মতো ছবিতে কাজ করেছেন । হালফিলের 'লুটেরা', 'পরি', 'সেকশন 375', ওয়েব সিরিজ় 'সেক্রেড গেমস', 'ক্রিমিনাল জাস্টিস'-এ দর্শকের নজর কেড়েছেন মুম্বইয়ের বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য । সম্প্রতি তাঁকে খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে 'লালবাজার' ও 'আনদেখি' ওয়েব সিরিজ়ে । আসতে চলেছে তাঁর অভিনীত 'দ্য গন গেম' । তবে জানেন কি যে এই মানুষটির যাত্রা শুরু কলকাতার থিয়েটার থেকে । খোঁজ নিল ETV ভারত সিতারা ।


কলকাতা ছেড়ে, পশ্চিমবঙ্গের মাটি ছেড়ে, 20 বছর ধরে মুম্বইতে বসবাস করছেন দিব্যেন্দু । বড় হয়েছেন কলকাতার বেহালায় । তবে টিনসেল টাউনের ব্যস্তজীবন কলকাতা বিমুখ করেনি দিব্যেন্দুকে । মা-বাবা-বোন তিনজনেই যেহেতু কলকাতায় থাকেন, বছরে দু'একবার স্ত্রী ও বাচ্চাদের নিয়ে নিজের শহরে ঘুরে যান তিনি । ঘুরে আসেন ফেলে আসা থিয়েটার পাড়া । বড় হয়ে ওঠার স্মৃতিতে হাত বুলিয়ে যান প্রতিবারই ।

থিয়েটারের দিনগুলোয়

ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজে লেখাপড়া করেছেন দিব্যেন্দু । সেখানে পড়াকালীনই নাটকের দল তৈরি করেছিলেন তিনি । নাটক করে বহু প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছিলেন । কলেজের বিভিন্ন ফেস্টে অংশগ্রহণ করতেন । শ্রেষ্ঠ অভিনেতার, শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার পেয়েছেন । বেহালার বাড়ি থেকেও নাটক করেছেন । বিখ্যাত নাট্যব্যক্তিত্ব শ্যামল সেনের নির্দেশনায় নাটক করেছেন । তারপর দক্ষিণ কলকাতার রাসবিহারীর বিখ্যাত নাট্যদল 'শৈলুসি'কে কাজ করেছেন দীর্ঘদিন । সেই দলেরই অন্যতম সদস্য পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ।

দিব্যেন্দু আর কমলেশ্বর একসঙ্গেই দলটিকে তৈরি করেছেন । সেই দলে কমলেশ্বর পরিচালনা করতেন, দিব্যেন্দুরা অভিনয় করতেন । যেখানেই যেতেন পুরস্কার নিয়ে ফিরতেন । কমলেশ্বর পেতেন শ্রেষ্ঠ নাট্যকার, দিব্যেন্দু পেতেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার । নাট্যদলের 'একটু সরে বসুন' নাটকটি এখনও মনে গেঁথে আছে দিব্যেন্দুর । নাটক করতে গিয়ে যুক্ত হয়ে গিয়েছিলেন ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের (IPTA) সঙ্গেও । 1992 সালে IPTA-এর গোল্ডেন জুবিলি উদযাপনে দিব্যেন্দুদের নাটক হয়েছিল প্রথম ।

মঞ্চে..

এই অ্যাওয়ার্ড পাওয়ার পরই নাটকের দিকে আরও বেশি মন ঝুঁকে যায় দিব্যেন্দুর । কোনওদিন লেখাপড়ায় তেমন মন ছিল না তাঁর যদিও । সেটা ছাড়া আর্ট অ্যান্ড কালচারে আর যা যা হয়, সবকিছুর সঙ্গেই যুক্ত ছিলেন দিব্যেন্দু । তবে নাটক নিয়ে আরও কিছুটা এগোনোর ইচ্ছে ছিল । দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামায় (NSD) পড়তে চেয়েছিলেন । কিন্তু সেখানে পড়তে গেলে স্নাতক হতেই হবে । না হলে পোস্ট ডিপ্লোমা করতে পারবেন না NSD-তে । তখনই লেখাপড়া একটু মন দিয়েছিলেন । তারপর চলে যান দিল্লি । সেখান থেকেই শুরু ।

যুবক দিব্যেন্দু
একসময় কলকাতায় আসা বাইরের একটি দলের ব্যাকস্টেজ কাজ দেখে মুগ্ধ হয়েছিলেন দিব্যেন্দু । তাঁদের কাজ দেখে উদ্বুদ্ধ হয়ে তিনি ঠিক করে নেন যে সর্বভারতীয় স্তরে যেতে হবে তাঁকেও । আজ তিনি সত্যিই সর্বভারতীয় স্তরে পৌঁছেছেন । স্বপ্ন দেখলে যে তা সত্যি হয়, এই কথার জলজ্যান্ত প্রমাণ দিব্যেন্দু ভট্টাচার্য ।

ABOUT THE AUTHOR

...view details