কলকাতা : কালার্স বাংলায় যে চারটি মেগা সিরিয়াল এই লকডাউনের মধ্যেও বন্ধ করে দেওয়া হয়েছে , তার মধ্যে একটি 'চিরদিনই আমি যে তোমার' । এই ধারাবাহিকের প্রযোজক সুরিন্দার ফিল্মস । ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী ঈশানি সেনগুপ্ত । ধারাবাহিক বন্ধ হওয়াতে খুবই মুশকিলে পড়েছেন ঈশানি । বাড়িতে তিনিই একমাত্র রোজগেরে মানুষ । নিজের পরিবারের অনেকখানি দায়িত্ব পালন করতে হয় তাঁকে । এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন ঈশানি, সেই কথাই খোলা মনে ব্যক্ত করলেন ETV ভারত সিতারার কাছে ।
ঈশানি আমাদের বলেন, "'চিরদিনই আমি যে তোমার' মেগাতে আমি নেগেটিভ চরিত্রে অভিনয় করতাম । চরিত্রটার নাম ছিল রাইমা । এমনিতে লকডাউনের জন্য আমাদের অনেকেরই অর্থনৈতিক সমস্যা হচ্ছে । আমরা ইন্ডাস্ট্রির মানুষরা প্রত্যেকেই নো ওয়ার্ক, নো পে নিয়মে কাজ করি । এতদিন টানা বসে থাকা আমাদের জন্য সমস্যার । একটা ব্যাপারে আশাবাদী ছিলাম, যে লকডাউন উঠলে, আমরা সবাই কাজে যোগ দিতে পারব । কেননা, আমাদের প্রোজেক্টটা চলছিল । সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে জানতে পারলাম, সেই প্রোজেক্টটাও বন্ধ হয়ে গেল । এই ধারাবাহিক আগের বছর থেকে শুরু হয়েছে আর আমি রয়েছি জানুয়ারি মাস থেকে । যে চারটি সিরিয়াল বন্ধ হয়েছে, সেখানকার প্রায় ৫০০-৬০০ মানুষ কাজ হারালেন । সেই সঙ্গে ক্ষতি হল তাঁদের প্রত্যেকের পরিবারের ।"