সৌরভের বিপরীতে অভিনয়, 'ফ্যানগার্ল' মোমেন্ট গুলশনারার ! - sourav ganguly latest news, sourav ganguly with gulshanara khatun
একটি বিজ্ঞাপনের শুটিংয়ে মহারাজের বিপরীতে তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করে এলেন থিয়েটার ও টিভি আর্টিস্ট গুলশনারা খাতুন । এমন অভিজ্ঞতা যে হবে, কোনওদিন ভাবেননি গুলশনারা ।
কলকাতা : 'চুনিপান্না' ধারাবাহিকের অপ্সরা হঠাৎ করেই সৌরভ গাঙ্গুলির নায়িকা হয়ে উঠলেন । সেখানে সৌরভের স্ত্রীর ভূমিকায় অভিনেত্রী গুলশনারা খাতুন । এটা যেন তাঁর কাছে স্বপ্নের মতো । জানালেন ETV ভারত সিতারাকে ।
মাঠে হোক কিংবা ক্যামেরার সামনে, দাদা সব জায়গাতেই স্মার্ট, সব ভূমিকাতেই মানানসই । একটি বিজ্ঞাপনের শুটিংয়ে মহারাজের বিপরীতে তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করে এলেন থিয়েটার ও টিভি আর্টিস্ট গুলশনারা খাতুন । এই গোটা বিষয়টা নিয়ে ঘোর এখনও কাটাতে পারেননি গুলশন ।