কলকাতা : কালার্স বাংলা চ্যানেল এই লকডাউনে 4টি ধারাবাহিক বন্ধ করেছে । প্রযোজকদের টার্মিনেশন লেটার লিখে জানিয়ে দিয়েছে, সিরিয়াল বন্ধ করার কথা । সেই চার প্রযোজকের একজন এস.কে. মুভিজ় । কর্ণধার অশোক ধানুকার সঙ্গে সরাসরি কথা বলে ETV ভারত সিতারা ।
অশোক ধানুকা আমাদের বলেন, "এই লকডাউনের সময় চ্যানেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত হয়নি । চ্যানেলের এগ্রিমেন্ট কীরকম হয়, আপনারা তো সবই জানেন । পুরোটাই একতরফা এগ্রিমেন্ট হয় । সেখানে কেউ কিছু করতে পারে না । প্রতিবাদও করা যায় না । কিন্তু আমার বারবার মনে হচ্ছে, এই সময় এই ধরনের একটা সিদ্ধান্ত তাঁরা না নিলেই পারতেন । শুটিং কবে স্টার্ট হবে সেটা তো কেউ জানে না । যাঁরা ধারাবাহিকের জন্য কাজ করছিলেন, তাঁদের মনের মধ্যে ভরসা ছিল, যে লকডাউন খুললে কাজ পাবেন । সেই ভরসাই চলে গেল । এখন আমাদের সবারই খুব মন খারাপ ।"