পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Exclusive : যে মেগা সিরিয়াল বন্ধ হল তাঁদেরই আগে কাজ দেব, বলছেন অশোক ধানুকা - অশোক ধনুকার খবর

4 ধারাবাহিক বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ এস.কে. মুভিজ়ের কর্ণধার অশোক ধানুকা ।

ashok dhanuka latest news
ashok dhanuka latest news

By

Published : May 17, 2020, 7:01 PM IST

Updated : May 19, 2020, 1:42 PM IST

কলকাতা : কালার্স বাংলা চ্যানেল এই লকডাউনে 4টি ধারাবাহিক বন্ধ করেছে । প্রযোজকদের টার্মিনেশন লেটার লিখে জানিয়ে দিয়েছে, সিরিয়াল বন্ধ করার কথা । সেই চার প্রযোজকের একজন এস.কে. মুভিজ় । কর্ণধার অশোক ধানুকার সঙ্গে সরাসরি কথা বলে ETV ভারত সিতারা ।

অশোক ধানুকা আমাদের বলেন, "এই লকডাউনের সময় চ্যানেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত হয়নি । চ্যানেলের এগ্রিমেন্ট কীরকম হয়, আপনারা তো সবই জানেন । পুরোটাই একতরফা এগ্রিমেন্ট হয় । সেখানে কেউ কিছু করতে পারে না । প্রতিবাদও করা যায় না । কিন্তু আমার বারবার মনে হচ্ছে, এই সময় এই ধরনের একটা সিদ্ধান্ত তাঁরা না নিলেই পারতেন । শুটিং কবে স্টার্ট হবে সেটা তো কেউ জানে না । যাঁরা ধারাবাহিকের জন্য কাজ করছিলেন, তাঁদের মনের মধ্যে ভরসা ছিল, যে লকডাউন খুললে কাজ পাবেন । সেই ভরসাই চলে গেল । এখন আমাদের সবারই খুব মন খারাপ ।"

তবে এই মেগা বন্ধ হওয়াতে যাঁরা কাজ হারিয়েছেন, তাঁদের জন্য প্রযোজক হিসেবে আশার আলো দেখিয়েছেন অশোক ধানুকা । বলেছেন, "আমাদের আগামী সিরিয়ালগুলো নিয়ে কথাবার্তা চলছে । তখন ওঁদের কাজ দেব । এই বিষয়ে কোন দ্বিমত নেই । মনুষ্যত্ব বলে তো একটা বিষয় রয়েছে, তাই না।"

চ্যানেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুবই মুশকিলে পড়েছেন কলাকুশলীরা । সোশাল মিডিয়ায় প্রতিবাদও জানিয়েছেন মানালি দে বা রুদ্রনীল ঘোষের মতো অভিনেতারা, যাঁরা এক সময় টেলিভিশন থেকেই ক্য়ারিয়ার শুরু করেছিলেন ।

Last Updated : May 19, 2020, 1:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details