পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নতুন রূপে বাদল সরকারের 'মিছিল'

বাদল সরকারের থার্ড থিয়েটারকে নতুন রূপে আনলো যাদবপুর বিশ্ববিদ্যালয় । খোঁজ নিল ETV ভারত সিতারা ।

bengali theatre Michhil
bengali theatre Michhil

By

Published : Jan 4, 2020, 6:27 PM IST

কলকাতা : থার্ড থিয়েটারের নতুন মোড়কের নাম 'মিছিল' । ঈপ্সিতা সেনগুপ্তের পরিচালনায় এই নাটকে মুখ্য ভূমিকায় প্রশান্ত এস.ধর । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনিতা মেমোরিয়াল প্রেক্ষাগৃহে গতকাল অর্থাৎ 3 জানুয়ারি হয়ে গেল এই নাটক । দর্শকের ভিড়ে স্বার্থকতা পেল এই উদ্যোগ ।

প্রশান্ত আমাদের বলেন, "এই মুহূর্তে চারদিকে মানবিক অবক্ষয় চলছে । প্রত্যেকদিন মানুষ মারা যাচ্ছে । প্রতিক্রিয়া স্বরূপ সহ-নাগরিকেরা মিছিল বের করছে । এই মিছিলের পরেও মানবিক অবক্ষয় ঘটছে । এটা প্রত্যেকদিনের ঘটনা । তারপর যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ছে । বড় সমস্যা থেকে মানুষ ছোট সমস্যাতেও ঢুকে পড়ছে । যেমন ধরুন, এক মহিলা বিয়েবাড়ি যাওয়ার সময় তাঁর প্রিয় লিপস্টিক মাখতে পারেননি, এটাও তাঁর কাছে একটা সমস্যা । সেটাও সেই ব্যক্তির কাছে একটা দুঃখের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেখানে বড় বড় বিষয়গুলো প্রত্যেকদিন চাপা পড়ে যাচ্ছে ।"

.

প্রশান্ত আরও বলেন, "এরই মধ্যে নাটকে দেখানো হয়েছে একটি ছেলেকে, যার নাম খোকা । দেখানো হচ্ছে প্রত্যেকবার সে মারা যাচ্ছে । সে একেবারে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছে । দেখানো হচ্ছে, সে প্রতিদিন মরে যাচ্ছে, আবার বেঁচে যাচ্ছে । সে বলছে আমি স্বাধীনতা খোঁজার চেষ্টা করছি । আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, খুঁজে পাচ্ছি না । নাটকের শেষে এসে দেখা যাচ্ছে, যে মানুষ তাদের মতো উল্লাস করেই যাচ্ছে । তাদের কেন্দ্র করে শিল্প, গান সৃষ্টি হচ্ছে । বিনোদনের পর্যায়ে পৌঁছে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না । খোকা শেষে বুড়ো হয়ে যাচ্ছে এবং খোঁজ চালিয়ে যাচ্ছে ।"

.

এরকম বিষয় নিয়ে তৈরি নাটক খুবই প্রয়োজনীয় ও উপযুক্ত এই সময়ের নিরিখে । এই নাটক যদি একজন মানুষের মধ্যেও উপলব্ধি জাগাতে পারে, সেটাই অনেক । অভিনন্দন নাটকের পুরো টিমকে ।

ABOUT THE AUTHOR

...view details