পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নাট্য অ্যাকাডেমির সভাপতি পদ ছাড়লেন মনোজ মিত্র - বাংলা থিয়েটার

নাট্য অ্যাকাডেমির সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মনোজ মিত্র। কেন এই সিদ্ধান্ত? ETV ভারত সিতারাকে জানালেন স্বয়ং মনোজ মিত্র।

বাংলা থিয়েটার

By

Published : Aug 16, 2019, 10:56 PM IST

কলকাতা : সংগঠনের প্রিন্সিপাল সেক্রেটারি বিবেক কুমারকে চিঠি দিয়েছেন মনোজ কুমার। তাঁর এই সিদ্ধান্ত নেওয়ার কারণ শারীরিক অসুস্থতা।

মনোজ মিত্র বললেন, "গত এক বছরে নাট্য অ্যাকাডেমির একটা মিটিংয়েও যেতে পারিনি। বয়স হয়েছে। শরীর ভালো নেই। বাড়ি থেকে বের হতে পারি না। নাট্য অ্যাকাডেমি সভাপতির অনেক দায়িত্ব থাকে। মিটিংয়েই যেতে পারছিলাম না, শুধু শুধু পদটা দখল করে থাকার তো কোনও মানে হয় না। তাই ইস্তফা দিলাম।

তিনি আরও বলেন, "আমার ইস্তফা দেওয়ার কারণ এটাই। এবং সেটা আমার স্বাস্থ্য, শারীরিক কারণ। অন্য কোনও কারণ নেই।"




দীর্ঘদিন ধরে পায়ের সমস্যায় ভুগছেন মনোজ মিত্র। ETV ভারত সিতারা তাঁর দীর্ঘায়ু কামনা করে।

ABOUT THE AUTHOR

...view details