বিখ্যাত বাঙালি ফুটবলার কৃষানু দে ওয়েব সিরিজ়ের পরদায় - Bengali web series
আসছে বিখ্যাত বাঙালি ফুটবলার কৃশানু দের বায়োপিক। ওয়েব সিরিজ়ের আকারে আসছে অনুরাগ উরহাম অভিনীত বায়োপিকটি। চলতি মাসের ২৯ তারিখ থেকে স্ট্রিমিং শুরু হবে কোরোক মুর্মু পরিচালিত ওয়েব সিরিজ়টি ।
![বিখ্যাত বাঙালি ফুটবলার কৃষানু দে ওয়েব সিরিজ়ের পরদায়](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4204141-38-4204141-1566410396807.jpg)
কৃষাণু দে ওয়েব সিরিজ়
কলকাতা : প্রয়াত ফুটবলার কৃশানু দে'কে বলা হয় ভারতের মারাদোনা। মিডফিল্ডার হিসেবে খেলতেন কৃশানু। দেশের হাজার হাজার ফুটবলপ্রেমীর ভালোবাসা পেয়েছেন তিনি। তাঁর জীবন নিয়ে তৈরি এই সিরিজ় প্রযোজনা করেছে টিভিওয়ালা মিডিয়া ও জ্যোতি প্রডাকশনস।