পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিখ্যাত বাঙালি ফুটবলার কৃষানু দে ওয়েব সিরিজ়ের পরদায় - Bengali web series

আসছে বিখ্যাত বাঙালি ফুটবলার কৃশানু দের বায়োপিক। ওয়েব সিরিজ়ের আকারে আসছে অনুরাগ উরহাম অভিনীত বায়োপিকটি। চলতি মাসের ২৯ তারিখ থেকে স্ট্রিমিং শুরু হবে কোরোক মুর্মু পরিচালিত ওয়েব সিরিজ়টি ।

কৃষাণু দে ওয়েব সিরিজ়

By

Published : Aug 21, 2019, 11:33 PM IST

কলকাতা : প্রয়াত ফুটবলার কৃশানু দে'কে বলা হয় ভারতের মারাদোনা। মিডফিল্ডার হিসেবে খেলতেন কৃশানু। দেশের হাজার হাজার ফুটবলপ্রেমীর ভালোবাসা পেয়েছেন তিনি। তাঁর জীবন নিয়ে তৈরি এই সিরিজ় প্রযোজনা করেছে টিভিওয়ালা মিডিয়া ও জ্যোতি প্রডাকশনস।

ছবির দৃশ্য...
কৃশানু দে-র জীবনের পাশাপাশি ওয়েব সিরিজ়ে দেখানো হবে সেই সময়কার কলকাতার ময়দান, খেলাধুলা এবং খেলাকে ঘিরে রাজনীতি। তাঁর সমসাময়িক খেলোয়ার এবং ক্লাব কর্তাদেরও দেখা যাবে এখানে।
ছবির দৃশ্য
কৃশানু দে-র চরিত্রে অভিনয় করেছেন অনুরাগ উরহাম। পুনের FTII-এর ছাত্র অনুরাগ এর আগে কোনওদিন ফুটবল খেলেননি। দীর্ঘদিনের অধ্যাবসায় নিজেকে তৈরি করেছেন অভিনেতা।

ABOUT THE AUTHOR

...view details