কলকাতা : আজ রথযাত্রা । এই দিনটি যাত্রা জগতের জন্য খুবই গুরুত্বপূর্ণ । কারণ, এইদিনেই তাঁদের এক বছরের খাতা খোলা হয় । বছরের পর বছর এই দিনেই নতুন দল গঠন হয়, নায়েকরা বায়না নিয়ে আসেন, অভিনেতা-অভিনেত্রীদের কাছে আসে নতুন প্রস্তাব, নতুন পোস্টার আসে সামনে । তবে কোরোনার কারণে এই বছরটা একেবারেই অন্যভাবে কাটছে যাত্রা জগতের । অগাস্টের 2 তারিখ মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে যে কী লেখা যাত্রা দুনিয়ার ভবিষ্যতে ? নির্ধারিত হবে নতুন নিয়মাবলীও ।
"বেশকিছু পোস্টার বেরিয়েছে আজ ।" বললেন এই প্রজন্মের প্রতিশ্রুতিমান যাত্রানায়ক দেবপ্রতিম দাশগুপ্ত । তবে পরিস্থিতি খুব একটা স্বভাবিক হয়নি বলেও জানিয়েছেন তিনি । বললেন, "বেশ কয়েকজন বের করেছে পোস্টার । আবার কয়েকজন বের করেননি ।"
যাত্রা জগতের 'সুচিত্রা সেন' কাকলী চৌধুরি বেশ আশাবাদী কণ্ঠেই আমাদের বললেন, "আজ যাত্রা অ্যাকাডেমিতে আমাদের একটা ছোটো রিচুয়াল পালন হল । আমার মনে হয়, সবই যখন স্বাভাবিক হচ্ছে , যাত্রাও চলবে । আর যদি সব থেমে যায়, যাত্রাও থেমে যাবে । তাছাড়া, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, কোরোনাকে সঙ্গে নিয়েই মানুষ বাঁচতে শিখে গেছে । এতগুলো শিল্পী তো কারও দয়ার উপর চলতে পারে না । তাঁদের কাজের পরিবেশ ফিরিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য । একটু দূরে দূরে মানুষ বসবে, হাত ধোয়া, হাত পরিষ্কার করা এখন অভ্যেস হয়ে গেছে । এগুলো জীবনের অঙ্গ হয়ে গেছে । এবছর আমফান আর কোরোনার ধাক্কায় যত সংখ্যার স্টেজ শো হত, তত হবে না, কিন্তু হবে । আমরা আশাবাদী ।"