কলকাতা : আজ ভোর 3টে 5 মিনিটে যাদবপুরে নিজের বাসভবনে মারা গেলেন যাত্রাজগতের কিংবদন্তি শিল্পী ত্রিদিব ঘোষ । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর । হার্ট অ্যাটাকেই মৃত্যু যাত্রাজগতের এই বিখ্যাত ভিলেনের । ETV ভারত সিতারাকে এই কথা জানালেন যাত্রাভিনেতা ও যাত্রা আর্টিস্ট ইউনিয়ন 'সংগ্রামী যাত্রা প্রহরী'-র জয়েন্ট সেক্রেটারি অনুভব দত্ত । ত্রিদিবের মৃত্যু যাত্রাজগতের অপূরণীয় ক্ষতি বলেই মনে করছেন যাত্রা শিল্পী ও কলাকুশলীরা ।
সালটা ১৯৭৫ । যাত্রাজগতে হাতেখড়ি হয় ত্রিদিব ঘোষের । সেই যাত্রা দলের নাম ছিল 'চিত্তরঞ্জন অপেরা' । সেখানে অভিনয় করেই শুরু তাঁর যাত্রার যাত্রাপথ । তারপর একে একে বহু অপেরাতে অভিনয় করেছেন ত্রিদিববাবু । রেখেছেন অভিনয়ের ছাপ । বেশকিছু বিখ্যাত যাত্রা অপেরা ত্রিদিবের অভিনয়ে সমৃদ্ধ হয়েছে । নাট্য কোম্পানি, ভারতী অপেরা, অগ্রগামী, লোকনাট্য, গণবাণী অপেরা, নটরাজ অপেরা তাদের মধ্যে অন্যতম ।
বেশকিছু জনপ্রিয়, বহু রজনী পার করা যাত্রাপালাতে অভিনয় করেছেন ত্রিদিব । বাংলার গ্রামেগঞ্জে তাঁর অভিনয় দেখার জন্য হাজার হাজার দর্শকের সমাগম হত । যে বিখ্যাত যাত্রাপালাগুলিতে ত্রিদিব অভিনয় করেছিলেন, তার মধ্যে অন্যতম 'মা বিক্রির মামলা', 'হাটে বাজারে', 'আজকের মীরজ়াফর', 'ভগবানের ছদ্মবেশে', 'সম্রাট আওরঙ্গজেব', 'কালকেউটের ছোবল', 'বুনো ওল বাঘা তেঁতুল'। শেষ যে যাত্রাপালায় তিনি অভিনয় করেছিলেন সেটি 'উলঙ্গ সম্রাট'।
প্রয়াত যাত্রাজগতের বিখ্যাত 'ভিলেন' ত্রিদিব ঘোষ - যাত্রাশিল্পী ত্রিদিব ঘোষের মৃত্যু
যাত্রা দুনিয়ার বিখ্যাত ভিলেন ত্রিদিব ঘোষ, হার মানলেন জীবনযুদ্ধে ।
![প্রয়াত যাত্রাজগতের বিখ্যাত 'ভিলেন' ত্রিদিব ঘোষ tridib ghosh death jatra artist of bengal heart at](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7815359-53-7815359-1593415179869.jpg)
tridib ghosh death jatra artist of bengal heart at
ত্রিদিব ঘোষের বাড়িতে..
অনুভব আমাদের বলেন, "ত্রিদিবদার চলে যাওয়া অত্যন্ত শোকের । আমরা ভাবতেই পারছি না মানুষটা আর নেই । সংগ্রামী যাত্রা প্রহরী এবং সমগ্র যাত্রা জগতের অভিভাবক ছিলেন ত্রিদিব ঘোষ ।"
Last Updated : Jun 29, 2020, 1:53 PM IST