নতুন রূপে দুর্গা, আসছে নতুন ধারাবাহিক 'দুর্গা দুর্গেশ্বরী' - Bengali serial
পান পাতার মতো মুখ আর বড় বড় দু'চোখের দুর্গাকে দর্শক ভোলেনি আজও। সেই দুর্গার নাম সন্দীপ্তা সেন। দুর্গা ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করেছিলেন সন্দীপ্তা। অভিনেত্রী সন্দীপ্তা সেনের নামের সঙ্গে মা দুর্গার প্রতিচ্ছবি অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছিল সেই সময়। আর ঠিক সেই কারণেই, সন্দীপ্তাকে বাদ দিয়ে 'দুর্গা দুর্গেশ্বরী' অসম্পূর্ণ। খুব শিগগিরই আসছে নতুন ধারাবাহিক 'দুর্গা দুর্গেশ্বরী'। সেখানে দুর্গার চরিত্রে অভিনয় করছেন সম্পূর্ণা মণ্ডল।
![নতুন রূপে দুর্গা, আসছে নতুন ধারাবাহিক 'দুর্গা দুর্গেশ্বরী'](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4004928-1099-4004928-1564636723109.jpg)
দুর্গা দুর্গেশ্বরী
কলকাতা : এমনিতে সম্পূর্ণা দর্শকের চেনা মুখ। 'করুণাময়ী রানী রাসমনি'র দৌলতে দর্শক চেনেন তাঁকে। সেই ধারাবাহিকে রানী রাসমনির কনিষ্ঠ সন্তান জগদম্বার চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল সম্পূর্ণকে। ধারাবাহিকে জগদম্বার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পালটেছে অভিনেত্রীর মুখ। খটকা তখন থেকেই শুরু হয়। তাহলে কি সম্পূর্ণা অন্য কোনও ধারাবাহিকে কাজ করছেন?