কলকাতা : বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ বিদীপ্তা চক্রবর্তী । সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ় সবেতেই তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে । স্টার জলসার ধারাবাহিক 'প্রথমা কাদম্বিনী'তে কাদম্বিনীর মায়ের চরিত্রে অভিনয় করছেন বিদীপ্তা । অসম্ভব রাশভারি একটি চরিত্র, এবং পুরুষতন্ত্রের শিকার । তবে সম্প্রতি চরিত্রটির মধ্যে আমূল পরিবর্তন দেখতে পেয়েছে দর্শক । ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন বিদীপ্তা চক্রবর্তী ।
'প্রথমা কাদম্বিনী' ধারাবাহিকে নিজের চরিত্র নিয়ে উচ্ছ্বসিত বিদীপ্তা - বিদীপ্তা চক্রবর্তীর খবর,
ধারাবাহিক 'প্রথমা কাদম্বিনী'তে কাদম্বিনীর মায়ের চরিত্রে অভিনয় করছেন বিদীপ্তা চক্রবর্তী । চরিত্রটি অভিনেত্রীর কাছে একটি মাইলস্টোন চরিত্র । কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে ।
Bidipta chakrabarty in prothoma kadombini
বিদীপ্তা আরও বলেন, "আমার এই চরিত্রটি সেই সময়কার সামাজিক পরিকাঠামোর শিকার । আর সেই কারণেই সে বরাবর মেয়েকে আড়াল করার চেষ্টা করেছে । কিন্তু পরবর্তীকালে সেই মেয়েকে তার স্বপ্নপূরণ করার অনুমতি দেয় । কোথাও তো মনে মনে নিজের মেয়ের প্রতি ভালোবাসা আছে তার ।"