পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নেশার থাবা থেকে মুক্তির পথ, রিহ্যাবের মানুষদের নিয়ে নাইজেলের 'বেওয়ারিশ'

প্রান্তিক মানুষদের নিয়ে আবারও একটি প্রোজেক্ট নাইজেলের। নেশার কবলে পড়ে যেসব মানুষগুলো নিজেদের হারিয়ে ফেলেছিল কিছু সময়ের জন্য তাঁদের নিয়ে অভিনেতার নতুন প্রযোজনা 'বেওয়ারিশ'।

নাইজেল আকারা

By

Published : Jul 30, 2019, 8:04 AM IST

Updated : Jul 30, 2019, 12:55 PM IST

কলকাতা : নাইজেলের নাট্যদল 'কোলাহল থিয়েটার ওয়ার্কশপ'। শহরের প্রান্তিক মানুষগুলোকে নিয়েই নাটক করে এই নাট্যদল। ২০১৮ সালের ৪ জুন তাঁদের প্রথম নাটক ছিল রূপান্তরকামী মানুষদের নিয়ে। এরপর নাইজেল ও তাঁর টিম নিষিদ্ধ পল্লীর মহিলাদের নিয়ে তৈরি করেছে 'ঝরাফুলের রূপকথা' নামে একটি নাটক। আর এবার নেশার কবল থেকে লড়াই করে বেরিয়ে আসা বা আসতে চাওয়া মানুষদের নিয়ে তাঁর নতুন প্রয়াস 'বেওয়ারিশ'।

নাটকের দৃশ্য...

এই নাটকে যাঁরা অভিনয় করছেন তাঁরা প্রত্যেকেই রিহ্যাবিলিটেশন সেন্টারের সদস্য। ড্রাগের নেশা থেকে মুক্তি পেতে এঁরা রিহ্যাবে ভরতি হয়েছেন। বেরিয়ে আসতে চাইছেন নেশার অতল গহ্বর থেকে। সেই চেষ্টায় আরও একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নাইজেল।

নাটকের দৃশ্য...

নাটকটির পরিচালক অভিজিৎ আনুকামিন, লেখক মলয় বন্দ্যোপাধ্যায়, ডিজ়াইনার অনুপম চ্যাটার্জি। ২ অগাস্ট প্রথমবারের জন্য মঞ্চস্থ করা হবে নাটকটি।

শুনে নিন নাইজেলের বক্তব্য...
Last Updated : Jul 30, 2019, 12:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details