১০০০ এপিসোড পার করল 'করুণাময়ী রানী রাসমণি' - bengali serial
১০০০ এপিসোড পার করল 'করুণাময়ী রানী রাসমণি' । এই মাইলস্টোন যে কোনও ধারাবাহিকের জন্য খুবই স্পেশাল । উচ্ছ্বসিত কলাকুশলী ।
Rani Rashmoni 1000 episodes
কলকাতা : দেখতে দেখতে এক হাজার এপিসোড পার করল 'করুণাময়ী রানী রাসমণি' ধারাবাহিক । জি বাংলা চ্যানেলের এই ধারাবাহিক মানুষের মন জয় করে নিয়েছিল সম্প্রচার হওয়ার পর থেকেই । বাংলার মহিয়সী রানী রাসমণির জীবনের কথা বলে এই মেগা সিরিয়াল । সেই সময়কার বাংলা, তথা ভারতবর্ষের কথা বলে । এই ধারাবাহিকের রিসার্চার শিবাশিস বন্দ্যোপাধ্যায় সেটিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন । ধারাবাহিকের হাজার পর্ব পার করার খুশিতে কী বললেন কলাকুশলীরা ?
Last Updated : Jul 22, 2020, 8:29 PM IST