পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

১০০০ এপিসোড পার করল 'করুণাময়ী রানী রাসমণি' - bengali serial

১০০০ এপিসোড পার করল 'করুণাময়ী রানী রাসমণি' । এই মাইলস্টোন যে কোনও ধারাবাহিকের জন্য খুবই স্পেশাল । উচ্ছ্বসিত কলাকুশলী ।

Rani Rashmoni 1000 episodes
Rani Rashmoni 1000 episodes

By

Published : Jul 22, 2020, 8:08 PM IST

Updated : Jul 22, 2020, 8:29 PM IST

কলকাতা : দেখতে দেখতে এক হাজার এপিসোড পার করল 'করুণাময়ী রানী রাসমণি' ধারাবাহিক । জি বাংলা চ্যানেলের এই ধারাবাহিক মানুষের মন জয় করে নিয়েছিল সম্প্রচার হওয়ার পর থেকেই । বাংলার মহিয়সী রানী রাসমণির জীবনের কথা বলে এই মেগা সিরিয়াল । সেই সময়কার বাংলা, তথা ভারতবর্ষের কথা বলে । এই ধারাবাহিকের রিসার্চার শিবাশিস বন্দ্যোপাধ্যায় সেটিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন । ধারাবাহিকের হাজার পর্ব পার করার খুশিতে কী বললেন কলাকুশলীরা ?

শুটিং ফ্লোরে
'করুণাময়ী রানী রাসমণি' ধারাবাহিকের মূল আকর্ষণ দিতিপ্রিয়া রায় । সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেছেন দিতি । তাল মিলিয়ে করছেন ধারাবাহিকের কাজও । যখন রানীর বয়স বেড়ে যায়, ধারাবাহিকে কোনও ষাটোর্ধ্ব অভিনেত্রীকে সেই চরিত্র দেওয়াই যেত । কিন্তু দিতিপ্রিয়া এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে তাঁকেই বয়সকালের রানী হিসেবে দেখানো হয় এবং অভিনেত্রী সফল হয়েছেন । আমাদের তিনি বলেন, "আপনারা কেউ রানী রাসমণির হাজার পর্ব দেখতে ভুলবেন না । আমরা আগামীদিনেও আরও চমক নিয়ে আসছি ।"অন্যদিকে এই মুহূর্তে ধারাবাহিকে চলছে শ্রীরামকৃষ্ণ পরমহংসের ট্র্যাক । রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করছেন সৌরভ সাহা । তিনি বলেন, "হাজার পর্ব যে কোনও ধারাবাহিকের কাছে একটি বিশেষ সময় । প্রত্যেকের কাছেই এটা খুব আনন্দের । কোনও ধারাবাহিক দর্শকের ভালোবাসায় হাজার পর্বে পৌঁছতে পারে ।"কলাকুশলীরা আর কী বললেন জেনে নিন :
ভিডিয়ো..
Last Updated : Jul 22, 2020, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details