কলকাতা : বাংলা ছবি বা টেলিভিশন জগতের জনপ্রিয় বিবাহিত জুটি অভিনেত্রী মধুমিতা সরকার ও অভিনেতা সৌরভ চক্রবর্তী। ইন্ডাস্ট্রিতে সর্বজনবিদিত ছিল তাঁদের কেমিস্ট্রি।। কিন্তু এই দম্পত্য হয়তো আর টিকবে না সৌরভ-মধুমিতার। তাঁদের বিয়ে ভেঙে যাচ্ছে বলে খবর। এবং ঘটনাটি যে সত্যিই, তা ETV ভারত সিতারাকে জানালেন সৌরভ নিজেই।
বিয়ে ভাঙছে সৌরভ-মধুমিতার! - Sourav Madhumita
বিয়ে ভাঙছে টেলিভিশনের জনপ্রিয় জুটি মধুমিতা সরকার ও সৌরভ চক্রবর্তীর। এই খবর ETV ভারত সিতারাকে জানালেন স্বয়ং সৌরভ।
![বিয়ে ভাঙছে সৌরভ-মধুমিতার!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4324844-712-4324844-1567500942207.jpg)
Sourav-Madhumita break up
সৌরভ আরও বলেন, "আমরা মিউচুয়ালি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দুজনের কারোরই কোর্টে গিয়ে ফাইট করতে ভালো লাগে না। প্রায় দেড় মাস হয়ে গেল আমরা আলাদা রয়েছি। এখনও কোর্টে কাগজপত্র জমা পড়েনি। তবে খুব শিগগিরই জমা পড়বে। কিন্তু কেন আলাদা হলাম, সে কারণগুলো আর তুলতে চাই না। আসলে আমার কিছু বলার নেই। আলাদা হয়ে যাচ্ছি বলে মধুমিতাকে নিয়ে চারটে খারাপ কথা বলব, সেরকমটা আমি কখনওই করব না। আমি যাঁদেরকে ভালোবেসেছি, তাঁদেরকে নিয়ে আমি খারাপ কথা বলতে পারি না।"
Last Updated : Sep 3, 2019, 5:45 PM IST