পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

TRP-র চাপে পড়ে বন্ধের মুখে একঝাঁক বাংলা ধারাবাহিক - Chuni Panna Bengali serial

TRP খুব গুরুত্বপূর্ণ বাংলা ধারাবাহিকের জন্য । TRP-র এদিক ওদিক হলে বদলে যায় ধারাবাহিকের স্লট, কখনও কখনও বন্ধও করে দেওয়া হয় ধারাবাহিক । সেরকম ভাবেই বন্ধ হতে চলেছে কয়েকটা বাংলা ধারাবাহিক । দেখে নেওয়া যাক..

Bengali serial closed
Bengali serial closed

By

Published : Jan 9, 2020, 10:14 PM IST

কলকাতা : গত বছর 27 মে শুরু হয়েছিল বাংলা ধারাবাহিক 'কলের বউ' । ধারাবাহিকের গল্প ছিল নতুন ধরনের । কারণ সেখানে মুখ্য চরিত্রে ছিল এক রোবট । সেই রোবটের জীবন নিয়েই আবর্তিত হয়েছে ধারাবাহিকের গল্প । রোবটের চরিত্রে অভিনয় করছিলেন তৃণা সাহা ।

তবে হয়তো দর্শকের চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছিল এই ধারাবাহিক । TRP-র তালিকায় নেমে আসতে থাকে এই ধারাবাহিক । 3-এর আশেপাশে ঘোরাফেরা করতে থাকে এই ধারাবাহিক । তাই একপ্রকার বাধ্য় হয়েই চ্যানেল কর্তৃপক্ষ এই ধারাবাহিক বন্ধ করতে বাধ্য হচ্ছে ।

শোনা যাচ্ছে 24 তারিখ শেষবার এই ধারাবাহিক দেখা যাবে । সেই জায়গায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'ধ্রুবতারা', যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্যামৌপ্তি মুদলি, শুভজিৎ কর ও ইন্দ্রজিৎ বোস ।

'ধ্রুবতারা' কাস্ট

তবে 'কলের বউ' একমাত্র নয়, শোনা যাচ্ছে একঝাঁক ধারাবাহিক বন্ধ হতে চলেছে । তার মধ্যে অন্যতম 'ইরাবতীর চুপকথা', 'চুনী পান্না', 'কপালকুন্ডলা', 'এখানে আকাশ নীল' অন্যতম । কারণ, 'ইরাবতী..'-র TRP এই সপ্তাহে 1.6, 'কপালকুন্ডলা' দাঁড়িয়ে 4.6-এ, এবং 'চুনী পান্না' 3.2-এ । অবস্থা খারাপ সদ্য শুরু হওয়া 'এখানে আকাশ নীল'-এরও, TRP 3.9-এ ।

ABOUT THE AUTHOR

...view details