পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনার কবলে বাংলা ধারাবাহিকের ইউনিট, অনিশ্চয়তায় দিন কাটছে টেলিপাড়ার - বাংলা ধারাবাহিকের কলাকুশলীরা কোরোনা আক্রান্ত

অনেক লড়াইয়ের পর 11 জুন থেকে শুরু হয়েছে বাংলা সিনেমা জগতের শুটিং । একই দিনে শুরু হয় মেগাসিরিয়ালের শুটিংও । আর্টিস্ট ও কলাকুশলীদের জীবনবিমা, সেটে তাঁদের নিরাপত্তা নিয়ে অনেক আলোচনা হয় । শেষমেশ শুটিং শুরু হয়েছে । নতুন এপিসোড সম্প্রচার করাও শুরু হয়েছে । কিন্তু, সমস্ত নিরাপত্তা সত্ত্বেও কোরোনার কবলে টেলিপাড়া ।

corona in television artist
corona in television artist

By

Published : Jul 31, 2020, 11:05 AM IST

কলকাতা : গত সপ্তাহের খবর, কোরোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় । একা তিনি নন, স্ত্রী ও কন্যাও ছিলেন কোভিড পজ়িটিভ । বাড়িতেই তাঁরা চিকিৎসাধীন । এই ঘটনার পর ফের জানা যায়, টেলিপাড়ার আরও বেশ কয়েকজন আর্টিস্ট ও কলাকুশলী কোরোনা আক্রান্ত হয়েছেন । এই পরিস্থিতি সম্পর্কে ETV ভারত সিতারা কথা বলল ধারাবাহিকের পরিচালক, কলাকুশলী, আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের সঙ্গে ।


সুরজিৎ বন্দ্যোপাধ্যায় সংক্রমিত হওয়ার পর একাধিক কলাকুশলী ও আর্টিস্ট আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় । জানা যায়, 'কনে বউ' ধারাবাহিকের মুখ্য চরিত্র থাকা অভিনেত্রী নেহা অমনদীপ কোরোনা আক্রান্ত । 'সিংহলগ্না' ধারাবাহিকের মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়ও কোভিড পজ়িটিভ । আরও বেশকিছু কলাকুশলী ও টেকনিশিয়ানদের কোভিড রিপোর্ট পজ়িটিভ এসেছে বলেও জানা গেছে ।

অমনদীপ
'কৃষ্ণকলি' ধারাবাহিকের অশোক, অর্থাৎ অভিনেতা ভিভান ঘোষও কোভিড পজ়িটিভ । ধারাবাহিকের পরিচালক সুশান্ত দাস আমাদের বলেন, "এখন কোভিডের লক্ষণ বোঝা যাচ্ছে না । যেই ধরনের নিয়মনীতি মানার কথা বলা হচ্ছিল, আমরা সেটাই মানছিলাম । ভিভানের রিপোর্ট পজ়িটিভ আশায় ওঁকে তৎক্ষণাৎ সরিয়ে দেওয়া হয় । ফ্লোর স্যানিটাইজ় করা হয় । শুরু থেকেই এই সতর্কতাগুলো মানা হচ্ছিল । তবে ভিভান কোথা থেকে সংক্রমিত হয়েছে, সেটা বলা যাচ্ছে না ।"ধারাবাহিকের সেটে সামাজিক দূরত্ব বজায় রেখেই শুটিং করা হচ্ছে বলে জানিয়েছেন সুশান্ত । তিনি এটাও জানিয়েছেন, সেটের হয়তো অনেকেরই কোভিড পরীক্ষা করা হচ্ছে । এদিকে 'সিংহলগ্না' ধারাবাহিক সূত্রের খবর, মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায় কোভিড পজ়িটিভ হওয়ার পরও নাকি 10-12 দিন বিষয়টা সেভাবে পাত্তা দেয়নি প্রযোজনা সংস্থা । ইউনিটের সকলে নাকি দাবি তোলে, সকলের যাতে কোভিড পরীক্ষা করানো হয় । তবে এখনও একজনেরও কোভিড টেস্ট হয়নি ।
ভিভান
বিষয়টি নিয়ে আর্টিস্ট ফোরামের সঙ্গে কথা বলে ETV ভারত সিতারা । জানানো হয়, "আমরা বলেছি, কেউ যদি অসুস্থবোধ করেন, সঙ্গে সঙ্গে যেন প্রডাকশনকে জানিয়ে দেওয়া হয় ।" জীবনবিমা সম্পর্কে জানতে চাওয়ায়, আর্টিস্ট ফোরাম আমাদের বলে, "কিছু মানুষের বিমা করানো হয়েছে কিছু মানুষের হয়নি । যাদের হয়নি, তাদের নিজেদেরই একটু নড়েচড়ে বসতে হবে । আমরা অনেক বলেছি ।"অন্যদিকে ফেডারেশনের প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস ETV ভারত সিতারাকে বলেন, "আমাদের কাছে যা রিপোর্ট আছে, সেখানে কয়েকজন কোরোনা পজ়িটিভ রয়েছেন । যাঁদের রিপোর্ট পজ়িটিভ এসেছে, তাঁদের সরকারের নিয়ম মত হাসপাতালে পাঠানো হচ্ছে কিংবা বাড়িতেই হোম কোয়ারান্টিনে রাখা হচ্ছে ।"
.
এই ভাবে কোরোনা ছড়াতে থাকলে কতদিন চলবে শুটিং ? কীভাবেই বা চালানো যাবে শুটিং ? প্রশ্নের গোলকধাঁধায় উত্তর খুঁজছে টেলিপাড়া ।

ABOUT THE AUTHOR

...view details