'এখানে আকাশ নীল'-এ জনপ্রিয় 'উজান'-এর চরিত্রে কে জানেন? - Bengali serial
'এখানে আকাশ নীল' ধারাবাহিকে উজান আর হিয়ার প্রেমকে কে ভুলতে পারে? উজানের চরিত্রে ঋষি কৌশিক ও হিয়ার চরিত্রে অপরাজিতা ঘোষ দাস। এক সময়ের চূড়ান্ত জনপ্রিয় এই ধারাবাহিক। ধারাবাহিকটি আবার নতুন রূপে ফিরছে টেলিভিশনের পরদায়। লোকের মধ্যে তীব্র উত্তেজনা ছিল ধারাবাহিকের কাস্টিং নিয়ে। কে করছেন উজানের চরিত্রটি?
এখানে আকাশ নীল শন ব্যানার্জি
কলকাতা : উজানের চরিত্রে অভিনয় করছেন শন ব্যানার্জি। ৬ মাস সম্প্রচারিত হয়ে বন্ধ হয়ে যায় ধারাবাহিক 'আমি সিরাজের বেগম'। সেখানে বাংলার নবাব সিরাজউদ্দৌলার চরিত্রে অভিনয় করেছিলেন কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবীর সবচেয়ে ছোটো ও আদরের নাতি শন ব্যানার্জি। এবার তাঁকে দেখা যাবে 'এখানে আকাশ নীল' ধারাবাহিকের উজানের চরিত্রে। চরিত্রটি নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন শন।