কলকাতা : ৩ মার্চ নির্ভয়ার দোষীদের ফাঁসি হওয়ার কথা । 2012 সালে 16 ডিসেম্বর দিল্লির রাস্তায় হয়ে যাওয়া সেই ঘৃণ্য ধর্ষণের পর কেটে গেছে 8 টা বছর । আরও অনেক মেয়েই নির্যাতিত, ধর্ষিত হয়েছে দেশের বুকে । অনেক ক্ষেত্রে দোষীদের মায়েরাই নিজেদের সন্তানের বিরুদ্ধে গলা তুলেছেন, শাস্তি দাবী করেছেন । চারপাশের এই পরিস্থিতিকে অবজ়ার্ব করেই গল্পটি লিখেছেন সায়ন্তনী । সেই গল্পে নাট্যরূপ দান করেছেন মৈনাক সেনগুপ্ত এবং পরিচালনা করেছেন সীমা মুখোপাধ্যায় ।
সায়ন্তনী আমাদের জানালেন, "এই নাটকে এক মা তার ধর্ষক ছেলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে । এটা একজন মায়ের প্রতিবাদ । একজন মহিলা ও একজন মা হিসেবে তাকে বিচার ও স্নেহের সূক্ষ্ম সুতোর উপর দিয়ে যেতে হচ্ছে । শেষে তিনি সন্তানকে শাস্তি দিচ্ছেন ।"