পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ধর্ষক সন্তানকে শাস্তি দিল মা , 'গরল' নাটকে সমাজের প্রতিফলন - Bengali theatre Gorol

সায়ন্তনী পুততুন্ডের লেখা ও সীমা মুখোপাধ্যায়ের নির্দেশনায় আসছে রংরূপ নাট্যদলের নতুন নাটক 'গরল' । যেখানে এক ধর্ষককে শাস্তি দিচ্ছেন তার নিজের মা । খোঁজ নিল ETV ভারত সিতারা ।

Bengali theatr Bengali theatre Gorol e Gorol
Bengali theatre Gorol

By

Published : Feb 22, 2020, 7:06 PM IST

কলকাতা : ৩ মার্চ নির্ভয়ার দোষীদের ফাঁসি হওয়ার কথা । 2012 সালে 16 ডিসেম্বর দিল্লির রাস্তায় হয়ে যাওয়া সেই ঘৃণ্য ধর্ষণের পর কেটে গেছে 8 টা বছর । আরও অনেক মেয়েই নির্যাতিত, ধর্ষিত হয়েছে দেশের বুকে । অনেক ক্ষেত্রে দোষীদের মায়েরাই নিজেদের সন্তানের বিরুদ্ধে গলা তুলেছেন, শাস্তি দাবী করেছেন । চারপাশের এই পরিস্থিতিকে অবজ়ার্ব করেই গল্পটি লিখেছেন সায়ন্তনী । সেই গল্পে নাট্যরূপ দান করেছেন মৈনাক সেনগুপ্ত এবং পরিচালনা করেছেন সীমা মুখোপাধ্যায় ।

নাটকের দৃশ্য..

সায়ন্তনী আমাদের জানালেন, "এই নাটকে এক মা তার ধর্ষক ছেলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে । এটা একজন মায়ের প্রতিবাদ । একজন মহিলা ও একজন মা হিসেবে তাকে বিচার ও স্নেহের সূক্ষ্ম সুতোর উপর দিয়ে যেতে হচ্ছে । শেষে তিনি সন্তানকে শাস্তি দিচ্ছেন ।"

নাটকের আলোক পরিকল্পনা করেছেন বাদল দাস, মঞ্চ ভাবনায় আছেন সন্দীপ সুমন ভট্টাচার্য, মঞ্চ নির্মাণ করেছেন মদন হালদার, আবহ তৈরি করেছেন অরুণ মুখোপাধ্যায়, আবহ প্রক্ষেপণ করেছেন সঞ্জয় দাস এবং রূপসজ্জার দায়িত্বে রয়েছেন মহম্মদ আলি ।

নাটকের দৃশ্য..

রংরূপ বহুদিনের নাট্যদল । ১৯৬৯ সালে দলটি যাত্রাপথ শুরু করে নির্মাতা গৌতম মুখোপাধ্যায়ের হাত ধরে । এখনও পর্যন্ত প্রায় ৩৫টি নাটক মঞ্চস্থ করেছে তারা । ছোটোদের কথা মাথায় রেখে মঞ্চস্থ করেছে ৬টি নাটক । মূলত মানবিক নাটকই প্রদর্শন করে এই দল, 'গরল'ও তেমনই একটি নাটক।

ABOUT THE AUTHOR

...view details