পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাউন্স করল চেক, ফের বন্ধ 'রাণী রাসমণি'-র শুটিং

ফের বন্ধ 'রাণী রাসমণি' ধারাবাহিকের শুটিং। বাড়ি চলে গেলেন ডিরেক্টর ও অ্যাসিস্টেন্ট ডিরেক্টর।

Rashmoni cheque bounce

By

Published : Sep 3, 2019, 6:48 PM IST

কলকাতা : দিন কয়েক আগে সুব্রত রায় প্রোডাকশনের তিনটি ধারাবাহিক 'রানী রাসমণি','সৌদামিনীর সংসার' ও 'মনসা'-র কাজ মাঝপথে বন্ধ হয়ে যায় টেকনিশিয়ান ও আর্টিস্টদের বকেয়া বেতনের দাবিতে। ঠিক সেই সময়েই আর্টিস্ট ফোরামের উদ্যোগে টেকনিশিয়ান স্টুডিয়োতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ ও অরিন্দম গাঙ্গুলীর উপস্থিতিতে তিনটি ধারাবাহিকের শিল্পীরাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন যে, পাওনা টাকা না পাওয়া পর্যন্ত তাঁরা কাজ করবেন না। কিন্তু এরই মধ্যে ধারাবাহিক 'মনসা' যেহেতু শেষ হবার মুখে ছিল, তাই তাঁদের একপ্রকার অনুরোধ করেই কাজে ফেরানো হয়। বলা হয় যে তাঁদের পাওনা মিটিয়ে দেওয়া হবে তাড়াতাড়ি।

শুটিং চলাকালীন জমজমাট সেট

তবে যেহেতু 'রানী রাসমণি' ও 'সৌদামিনীর সংসার' ধারাবাহিক দু'টির জনপ্রিয়তা তুঙ্গে তাই আর্টিস্ট ফোরামের তরফ থেকে সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষকে পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার অনুরোধ করা হয়। এখন শোনা যাচ্ছে সুব্রত রায় প্রোডাকশনের তরফ থেকে যে চেক দেওয়া হয়েছিল টেকিনিশিয়ান ও ক্যামেরা সরবরাহকারী সংস্থাকে, সেগুলো সব বাউন্স করেছে। তাই ফের বন্ধ 'রাণী রাসমণি'-র শুটিং।

খবরটি পাওয়া মাত্র ETV ভারত সিতারা পৌঁছে গেছিল ধারাবাহিকের শুটিং ফ্লোরে। গিয়ে দেখা গেল ডিরেক্টর ও অ্যাসিস্টেন্ট ডিরেক্টর বাড়ি ফিরে গেছেন। তালা ঝুলছে শুটিং ফ্লোরে, তালা ঝুলছে আর্টিস্টদের ঘরেও।

দেখে নিন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details