কলকাতা : নাট্যপ্রেমীদের কাছে খুব পরিচিত নাটক 'ডেথ অফ অ্যা সেলসম্যান'। সেই নাটককে বাংলা রূপান্তরিত করেছেন সারণ্য। ইতিমধ্য়েই হয়ে গেছে নাটকটির দু'টো শো। এই প্রসঙ্গে কথা বললেন পরিচালক।
বাংলা থিয়েটারে আর্থার মিলারের 'ডেথ অফ অ্যা সেলসম্যান'
নাটকের নাম 'একটি সেলসম্যানের মৃত্যু'। মার্কিন নাট্যকার আর্থার মিলারের বিখ্যাত নাটক 'ডেথ অফ অ্যা সেলসম্যান' থেকে অনুপ্রাণিত হয়ে নির্দেশক ও নাট্যকার সারণ্য দে তৈরি করেছেন নতুন এই নাটক। খোঁজ নিল ETV ভারত সিতারা।
তিনি বললেন, "এই সময় ভারতের অর্থনৈতিক অবস্থা যে জায়গায় দাঁড়িয়েছে, এই যে রাষ্ট্র থেকে নিউ ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, স্বপ্ন দেখানো হচ্ছে যে দেশ হিসেবে ভারত এগোচ্ছে এবং মিডিয়াও সেটা বেশ প্রচার করছে... কিন্তু আসলে কি তাই? আসলে তো একটা ফাঁপা স্বপ্ন বিক্রি করছে রাষ্ট্র ও আমরা সেটা কিনছি। এভাবে আসলে মধ্যবিত্তকে ঠকানো হচ্ছে। 'ডেথ অফ অ্যা সেলসম্যান' যে সময়ে লেখা, সেই সময়ের অ্যামেরিকান অর্থনৈতিক অবস্থা এবং আমাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা অনেকটাই মিলে যাচ্ছে। এই রাষ্ট্র একটা বানানো স্বপ্ন দেখানোর চেষ্টা করছে, তার জন্য তারা হয়তো ভোটও পাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে মধ্যবিত্তের অবস্থাই সবচেয়ে খারাপ হয়ে দাঁড়াচ্ছে। আমাদের চাকরি নেই। GDP আরও কমছে। কিন্তু মিডিয়া প্রচার করছে, যে ভারত এগোচ্ছে। আমরা সময়টাকে ধরার চেষ্টা করছি।"
নাটকটিতে অভিনয় করেছেন সমুদ্রনীল সরকার, সুস্মিতা চক্রবর্তী, সুমিত দে, অভিজিৎ বসাক, হরিদাস দে, পরিতোষ মণ্ডল, রাজ, অদ্রিজা রায়, অনুভব মণ্ডল, বিশ্বদীপ সরকার, আশিয়ানা দাস এবং সারণ্য দে। নাটকের সংগীত করেছেন পঞ্চজন্য দে। আলো করেছেন সৌমেন চক্রবর্তী এবং মেকআপের দায়িত্বে ছিলেন মিতালী সরকার।