কলকাতা : জঙ্গলে গদা পেতে পেতেও হাতছাড়া হয়েছে কাঞ্চন ও জ্যোৎস্নার। তার জন্য কি সুজন দায়ি? এই সপ্তাহে সেই চমকই অপেক্ষা করে রয়েছে দর্শকের জন্য।
মানুষ বা পুতুল সুজন? - Beder meye Jyotsna
সুজন, কাঞ্চন ও জ্যোৎস্না জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে সুজন কি মানুষ?
বাংলা ধারাবাহিক
সুজন কামিনীর হাতের পুতুল হয়ে কাঞ্চন আর জ্যোৎস্নাকে সঙ্গ দিচ্ছে। সেই বিষয়ে কিছুই জানে না তারা। তাই গদা পেতে পেতেও হাত থেকে ফসকে গেছে তাদের।
তাহলে কি কাঞ্চন আর জ্যোৎস্নার মহাচক্র খোঁজার অভিযান বন্ধ হয়ে যাবে? উত্তর লুকিয়ে 'বেদের মেয়ে জ্যোৎস্না' ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে।
Last Updated : Aug 5, 2019, 5:29 PM IST