পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কলকাতা আসা মানে বাড়ি ফেরা : অমল পালেকর - Amal Palekar Kolkata

কলকাতায় এসে আবেগপ্রবণ অমল পালেকর। ETV ভারত সিতারাকে বললেন, কলকাতায় আসা মানেই হোমকামিংয়ের অনুভূতি।

Amol Palekar theatre

By

Published : Sep 17, 2019, 6:14 PM IST

Updated : Sep 21, 2019, 5:22 PM IST

কলকাতা : ১১ থেকে ১৫ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে উত্তর কলকাতার জনপ্রিয় থিয়েটার হল মিনার্ভাতে আয়োজিত হয়েছিল চতুর্থ ন্যাশনাল থিয়েটার সেমিনার। 'প্লে টু প্রোডাকশন', এই ছিল আলোচনার বিষয়বস্তু। এই আলোচনাচক্রে অংশগ্রহণ করেছিলেন দেশের স্বনামধন্য নাট্যব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে ছিলেন মাকারন্দ দেশপান্ডে, কৌশিক চট্টোপাধ্যায়, অমল আল্লানা, দেবাশিস মজুমদার, নিপুন ধর্মাধিকারী, সোহাগ সেন, শেখর সমাদ্দার, তীর্থঙ্কর চন্দের মতো নাট্যব্যক্তিত্বরা। আলোচনারচক্রের শেষ দিন উপস্থিত ছিলেন বিখ্যাত নাট্যব্যক্তিত্ব, চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা অমল পালেকর। অমল পালেকর কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে।

দেশের নাট্যজগতের বর্তমান পরিস্থিতি, পেইন্টিংয়ের সঙ্গে ভালোবাসা, মঞ্চ ও সিনেমাজগতে অভিনয়, চলচ্চিত্র নির্মাণ, কিংবদন্তি বাঙালি নাট্যব্যক্তিত্ব বাদল সরকারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, এসব কিছু নিয়ে সেমিনারে কথা বললেন অমল পালেকর। কলকাতার সঙ্গে আত্মীক সম্পর্ক অমল পালেকরের। ETV ভারত সিতারাকে তিনি বললেন, "প্রত্যেকবার যখন কলকাতায় আসি, মনে হয় নিজের বাড়িতে এসেছি। কলকাতায় আসা মানেই হোমকামিংয়ের একটা অনুভূতি হয়। কত স্মৃতি, কত সুন্দর ঘটনার কথা মনে পড়ে যায়। সাংস্কৃতিক দিক থেকে বলতে গেলে আমি অত্যন্ত স্মৃতিমেদুর হয়ে পড়ি কলকাতা শহরে এলে।"

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত চতুর্থ ন্যাশনাল থিয়েটার সেমিনার সম্পর্কে বাহবা জানিয়ে অমল পালেকার বললেন, "প্রশংসা করতে হয়। এই উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য। রাজ্য সরকার দারুণ উদ্যোগ নিয়েছে।" প্রায় দশ বছর হয়ে গেল সিনেমার পরদায় আর দেখা যায় না অমল পালেকরকে। প্রশ্ন করায় তিনি বললেন, "আমাকে বারবার প্রশ্ন করা হয়, কেন আমি চলে গেলাম? কেন আমাকে আর দেখা যায় না? আমি এটুকুই বলতে চাই, খুব শিগগিরই মঞ্চে এবং পরদায় আমি ফিরতে চলেছি।"

দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...
Last Updated : Sep 21, 2019, 5:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details