পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রধান চরিত্রে ডাক না পেয়ে আত্মঘাতী টেলিভিশন অভিনেত্রী সুবর্ণা - সুবর্ণা যশ আত্মহত্যা

টেলিভিশনে বেশ কয়েকটি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন অভিনেত্রী সুবর্ণা যশ । তবে তাঁর স্বপ্ন ছিল প্রধান চরিত্রে অভিনয় করা । স্বপ্নপূরণে ব্যর্থ হওয়ায় মৃত্যুকেই বেছে নিলেন সুবর্ণা ।

Subarna Jash suicide
Subarna Jash suicide

By

Published : Feb 10, 2020, 10:12 PM IST

Updated : Feb 10, 2020, 10:27 PM IST

মোহনবাগ, বর্ধমান, 10 ফেব্রুয়ারি : টেলিভিশনের পরদায় প্রধান চরিত্রে ডাক না পেয়ে আত্মঘাতী হলেন সুবর্ণা যশ । টেলি সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করার পাশাপাশি তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন । তবে মন ভরছিল না তাঁর । তাই গলায় দড়ি দিয়ে মৃত্য়ুর কোলে ঢোলে পড়লেন সুবর্ণা ।

তাঁর বাবা নিখিল যশ আমাদের জানালেন, "অ্যাক্টিং-মডেলিং করত । তবে সেখানে ভালো সুযোগ পায়নি । পার্শ্ব চরিত্রে ডাক পাচ্ছিল । তবে সুবর্ণার মুখ্য চরিত্রে অভিনয় করার ইচ্ছা ছিল ।"

'ময়ূরপঙ্খী' ধারাবাহিকে সুবর্ণা, (পিছনে))

তিনি আরও বলেন, "সুবর্ণা খালি বলত যে, এত খরচ করলাম, তবু একটু ভালো চরিত্র পাচ্ছি না কেন ? তবে আমরা কোনওদিন এই বিষয়ে ওকে কোনও চাপ দিইনি ।"

বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় সুবর্ণাকে । পরিবার-পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে । গ্ল্যামার দুনিয়ার চাকচিক্যের অন্তরালে লুকিয়ে থাকা অন্ধকার আরও একবার যেন প্রকট হয়ে উঠল সবার চোখে ।

দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো..
Last Updated : Feb 10, 2020, 10:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details