মুম্বই : বলিউডে নিজের জায়গা অনেকদিন আগেই বানিয়ে ফেলেছেন অভিনেত্রী বিদ্যা বালান । এবার ওয়েব সিরিজ়ে ডেবিউ করতে চলেছেন তিনি । সূত্রের খবর, দেশের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির উপর একটি ওয়েব সিরিজ়ে দেখা যাবে বিদ্যাকে ।
ওয়েব সিরিজ়টির পরিচালনা করবেন রীতেশ বাতরা । 'দা লাঞ্চ বক্স'-র পর চর্চায় আসেন রীতেশ । তাঁর পরিচালনায় বিদ্যা বালান, ইরফান, নিমরত কৌর ও নওয়াজ়দ্দিন সিদ্দিকি এই সিরিজ়ে অভিনয় করবেন । বছরের শুরুতে একটি সাংবাদিক বৈঠকে বিদ্যা জানিয়েছিলেন, ইন্দিরা গান্ধির উপর একটি ওয়েব সিরিজ়ে অভিনয় করবেন ।