পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জাহ্নবীর ষড়যন্ত্র থেকে কি বেরোতে পারবে মিনু ? - Update

'বাজলো তোমার আলোর বেণু' ধারাবাহিকে গত সপ্তাহে দর্শক দেখেছিলেন, একই পরিবারের মধ্যে থেকে মিনু, পুচকু ও শীর্ষর নানাভাবে খেয়াল রাখতে থাকে । মিনুর এইভাবে খেয়াল রাখা দেখে পরিবারের সকলে খুব খুশি । জয়রাজ ও শীর্ষ মিনুর উপর নির্ভরশীল হয়ে পড়ে ।

বাজলো তোমার আলোর বেণু

By

Published : Jun 26, 2019, 3:02 PM IST

কলকাতা : আগামী সপ্তাহে দর্শক দেখতে পাবেন জাহ্নবী মিনুর বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের জাল বুনতে থাকে । পরিবারের সামনে মিনুকে অপদস্থ করার চেষ্টা করে সে । জাহ্নবী সবসময় মিনুকে বাড়ি থেকে তাড়িয়ে নিজে তার জায়গায় আসতে চায় ।

মিনু যখন ঘরের কাজ নিয়ে ব্যস্ত, তখন জাহ্নবী নতুন সমস্যা নিয়ে উপস্থিত হয় । এখন দেখার মিনু কি পারবে জাহ্নবীর এই চক্রান্তের জাল নষ্ট করতে ?

ABOUT THE AUTHOR

...view details