কলকাতা : ঘরে ঘরে শ্রীময়ীরা আছেন। সেই শ্রীময়ীদের কেউ হাউজ়ওয়াইফ তো কেউ রোজগেরে গিন্নি। কিন্তু, নিজেদের অস্তিত্ব নিয়ে নিজেদের মধ্যেই প্রশ্ন উঠতে থাকে। তেমনই শ্রীময়ীদের নিয়ে আসছে ধারাবাহিক 'শ্রীময়ী'। গতকাল হয়ে গেল ধারাবাহিকের প্রেস মিট। উপস্থিত ছিলেন গল্পের লেখিকা লীনা গাঙ্গুলি ও মুখ্য চরিত্রে অভিনীত ইন্দ্রানী হালদার।
সংসার থেকেও একা শ্রীময়ী, পারবে কি নিজেকে প্রতিষ্ঠা করতে ? - ইন্দ্রানী হালদার
নারী। সে কারোর মেয়ে। কারোর বোন বা দিদি। আবার বাড়ির বউমা তো কারোর স্ত্রী। সে মাও। মেয়েদের এমন অনেক পরিচয় আছে। কিন্তু, সে আসলে নিজে কে ? নিজের অস্তিত্ব খোঁজার এক অন্য লড়াই নিয়ে আসছে ধারাবাহিক 'শ্রীময়ী'।
![সংসার থেকেও একা শ্রীময়ী, পারবে কি নিজেকে প্রতিষ্ঠা করতে ?](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3505385-78-3505385-1559992603147.jpg)
১০ জুন থেকে টেলিভিশনে দেখা যাবে এই শ্রীময়ীকে। চরিত্রটি করছেন ইন্দ্রানী হালদার। টেলিভিশনজগতের চেনা মুখরা রয়েছেন এই ধারাবাহিকে। এক সাধারণ হাউজ়ওয়াইফের গল্প বলবে এই ধারাবাহিক। যেখানে তার গুরুত্ব বিন্দুমাত্র নেই। এদিকে সংসারের হাল সে-ই ধরে রয়েছে।
ধারাবাহিক প্রসঙ্গে শ্রীময়ী ওরফে ইন্দ্রানী বলেন, "ঘরে ঘরে শ্রীময়ীরা আছেন। এই যো আমিও তো একজন শ্রীময়ী। আমার মা, বা যেখানে অনুষ্ঠান করতে যাই আমি সেখানেও রয়েছেন শ্রীময়ীরা। তবে শ্রীময়ী মানে বঞ্চিত নন, শুধু তাঁরা কাজের স্বীকৃতি পান না। আমিও অনেক সময় স্বীকৃতি পাই না। আমি নিজেও মায়ের সঙ্গে এমন কাজ করে ফেলি। ইচ্ছাকৃতভাবে নয়, এটা হয়ে যায়।"