কলকাতা, 27 অক্টোবর: বাংলা টেলিভিশনের পর্দায় চলছে মিউজিক রিয়ালিটি শো 'সঙ্গীতের মহাযুদ্ধ' (Songeeter Maha Juddho)। রাজ চক্রবর্তী প্রযোজিত এই ট্যালেন্ট হান্ট শো-তে সঙ্গীতের জাদুতে বিচারকদের মুগ্ধ করছেন প্রতিযোগীরা । চলতি সপ্তাহে এই শো পাড়ি দেবে '90-এর দশকে ।
সঙ্গীতের মহাযুদ্ধে এ বার '90-এর ইশারা । প্রতিযোগিতার মঞ্চে হাজির হবেন 1990 কাঁপানো সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ (Udit Narayan)। শোনাবেন 90-এর দশকে তাঁর নিজের কণ্ঠে গাওয়া একাধিক গান । শোনাবেন 'পাপা ক্যাহেতে হ্যায় বড়া নাম করেগা', 'পহেলা নাশা'র মতো জনপ্রিয় সব গান ।
উদিতের সঙ্গে গলা মেলাবেন '90-এর দশকের আরেক সঙ্গীত মহারথী অভিজিৎ ভট্টাচার্য (Abhijit Bhattacharya)। দুজনে মিলে গাইবেন 'ম্যায় খিলাড়ি তু আনাড়ি', 'ম্যায় কোয়ি অ্যায়সা গীত গাউ'-র মতো মনোহরণকারী সব গান ।
আরও পড়ুন:Nusrat Yash: কাশ্মীরে যশের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো পোস্ট নুসরতের