পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Songeeter Maha Juddho : উদিত-অভিজিতের সুরের জাদু, সঙ্গীতের মহাযুদ্ধে '90-এর ইশারা

উদিত নারায়ণ (Udit Narayan) ও অভিজিৎ ভট্টাচার্যের (Abhijit Bhattacharya) সুরের জাদুতে ভাসবে সঙ্গীতের মহাযুদ্ধ (Songeeter Moha Juddho) ৷ এ সপ্তাহের শো দর্শকদের নিয়ে যাবে '90-এর দশকে ৷

udit-narayan-and-abhijit-bhattacharya-to-sing-90-s-songs-at-songeeter-moha-juddho
উদিত-অভিজিতের সুরের জাদু, সঙ্গীতের মহাযুদ্ধে '90-এর ইশারা

By

Published : Oct 27, 2021, 7:17 PM IST

কলকাতা, 27 অক্টোবর: বাংলা টেলিভিশনের পর্দায় চলছে মিউজিক রিয়ালিটি শো 'সঙ্গীতের মহাযুদ্ধ' (Songeeter Maha Juddho)। রাজ চক্রবর্তী প্রযোজিত এই ট্যালেন্ট হান্ট শো-তে সঙ্গীতের জাদুতে বিচারকদের মুগ্ধ করছেন প্রতিযোগীরা । চলতি সপ্তাহে এই শো পাড়ি দেবে '90-এর দশকে ।

সঙ্গীতের মহাযুদ্ধে এ বার '90-এর ইশারা । প্র‍তিযোগিতার মঞ্চে হাজির হবেন 1990 কাঁপানো সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ (Udit Narayan)। শোনাবেন 90-এর দশকে তাঁর নিজের কণ্ঠে গাওয়া একাধিক গান । শোনাবেন 'পাপা ক্যাহেতে হ্যায় বড়া নাম করেগা', 'পহেলা নাশা'র মতো জনপ্রিয় সব গান ।

উদিতের সঙ্গে গলা মেলাবেন '90-এর দশকের আরেক সঙ্গীত মহারথী অভিজিৎ ভট্টাচার্য (Abhijit Bhattacharya)। দুজনে মিলে গাইবেন 'ম্যায় খিলাড়ি তু আনাড়ি', 'ম্যায় কোয়ি অ্যায়সা গীত গাউ'-র মতো মনোহরণকারী সব গান ।

আরও পড়ুন:Nusrat Yash: কাশ্মীরে যশের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো পোস্ট নুসরতের

এক প্রতিযোগী যখন 'অ্যায় আজনবি' গানটি গাইবেন, তখন সেই গান ঘিরে কিছু স্মৃতি ভাগ করে নেবেন উদিতজি । 1990-এর দিকে তাকালে আমরা দেখতে পাই উদিত-অভিজিৎ জাদুতে কাত বলিউড । দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, ডর, দুশমন, ইয়েস বস, বেটা, বাদশা, দিল তো পাগল হ্যায় সবেতেই দাপিয়ে বেরিয়েছেন সঙ্গীতের এই দুই মহারথী । সেই সব স্মৃতিও তাঁরা ভাগ করে নেবেন সঙ্গীতের মহাযুদ্ধের মঞ্চে ।

আরও পড়ুন:Aryan Khan : আজও ছাড়া পেলেন না শাহরুখ-পুত্র, বৃহস্পতিবার ফের জামিনের শুনানি

এই শোতে বিচারকের আসনে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়, রশিদ খান, লোপামুদ্রা মিত্র এবং অভিজিৎ ভট্টাচার্য ।

30 এবং 31 অক্টোবর দেখা যাবে এই পর্ব । 'সঙ্গীতের মহাযুদ্ধ' চলছে রাত সাড়ে 8টায় টিভির পর্দায় ।

আরও পড়ুন:Vicky-Katrina Marriage: ডিসেম্বরেই বিয়ে ভিকি-ক্যাটরিনার, সাজবেন সব্যসাচীর পোশাকে !

ABOUT THE AUTHOR

...view details