পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মারাঠি ভাবাবেগে আঘাত, কুমার শানুর পুত্রের মন্তব্যের জেরে ক্ষমা চ্যানেল কর্তৃপক্ষের - TV channel apologises

এই শোয়ের সাম্প্রতিক এপিসোডে নিকি তম্বোলি নামে এক প্রতিযোগিকে মারাঠি ভাষায় কথা বলতে বারণ করেন জান । বলেন, "মারাঠি ভাষা আমায় বিরক্ত করে ।" মারাঠির পরিবর্তে নিকিকে হিন্দিতে কথা বলার পরামর্শ দেন তিনি ।

asd
asd

By

Published : Oct 29, 2020, 5:32 PM IST

মুম্বই : 'বিগ বস'-এ বেফাঁস মন্তব্যের জেরে এবার কটাক্ষের মুখে পড়লেন কুমার শানু পুত্র জান কুমার শানু । মারাঠি ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । এরপর 'বিগ বস' কর্তৃপক্ষের তরফে মহারাষ্ট্র সরকারের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয় ।

এই শোয়ের সাম্প্রতিক এপিসোডে নিকি তম্বোলি নামে এক প্রতিযোগিকে মারাঠি ভাষায় কথা বলতে বারণ করেন জান । বলেন, "মারাঠি ভাষা আমায় বিরক্ত করে ।" মারাঠির পরিবর্তে নিকিকে হিন্দিতে কথা বলার পরামর্শ দেন তিনি ।

জানের এই মন্তব্য একেবারেই ভালোভাবে নেননি নেটিজ়েনদের একাংশ । এই মন্তব্যকে 'অপমানজনক' ও 'মারাঠা বিরোধী' বলে উল্লেখ করেন তাঁরা । এই ঘটনার 24 ঘণ্টার মধ্যে জান ও চ্যানেল কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে বলেছিল শিবসেনা । এছাড়া শিবসেনার সঙ্গে সুর মিলিয়ে ছিলেন এমএসএনের অমেয় খোপকরও ।

এরপরই তৎপর হয় চ্যানেল কর্তৃপক্ষ । 'কালার্স'-এর তরফে সোশাল মিডিয়ায় ক্ষমা চাওয়া হয় । একটি বিবৃতিতে তারা জানায়, "বিগ বসের যে এপিসোড 27 অক্টোবর সম্প্রচারিত হয়েছিল সেখানে মারাঠি ভাষাকে নিয়ে যে মন্তব্য করা হয়েছিল তার জন্য আমরা ক্ষমা চাইছি । মহারাষ্ট্রবাসীর ভাবাবেগে আঘাত করার কোনও উদ্দেশ্য আমাদের ছিল না ।"

পাশাপাশি ভিয়াকম 18 মিডিয়ার তরফেও আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের কাছে ক্ষমা চাওয়া হয় । চিঠিতে তারা জানায়, "27 অক্টোবরের এপিসোডে মরাঠি ভাষাকে টেনে একটি মন্তব্য করা হয়েছিল । সেই অভিযোগ আমরা জমা করেছি । ভবিষ্যতে যদি এই এপিসোড পুনঃপ্রচার করা হয় তাহলে সেখান থেকে এই দৃশ্যটি বাদ দেওয়া হবে ।

ভিয়াকম 18 মিডিয়ার তরফে পাঠানো চিঠি

আরও জানানো হয়, "ওই দৃশ্য সম্প্রচারের জন্য যদি ভুলবশত আমরা মহারাষ্ট্রবাসীর ভাবাবেগে আঘাত দিয়ে থাকি তাহলে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী । আমরা দর্শকদের সবচেয়ে বেশি প্রাধান্য দিই । মারাঠি ভাষাসহ ভারতের সব ভাষার প্রতি আমার একই রকম আদর ও সম্মান রয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details