মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর শক এখনও কাটাতে পারেনি দেশবাসী । আর তারই মধ্যে আরও এক অভিনেতার জীবনাবসান । জনপ্রিয় টেলিভিশন অভিনেতা সমীর শর্মা গলায় দড়ি দিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন । ঘটনাটি ঘটে দু'দিন আগে মলাড় ওয়েস্টে নেহা CHS বিল্ডিংয়ে ।
'ইয়ে রিশতা হ্যায় পেয়ার কে'- খ্যাত এই অভিনেতার দেহ উদ্ধার করা হয় তাঁর বাড়ির রান্নাঘর থেকে । রান্নাঘরের সিলিং থেকেই ঝুলে পড়েছিলেন সমীর । অ্যাপার্টমেন্টের ওয়াচম্যানই প্রথম দেখতে পান তাঁর ঝুলন্ত শরীর ।
তারপরেই সেই ওয়াচম্যান বাড়ির সুপারভাইজ়রকে খবরটি দেন । তিনি পুলিশকে খবর দেন । কিন্তু সমীরের লেখা কোনও সুইসাইড নোট খুঁজে পাওয়া যায়নি ।