কলকাতা : অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভরতি ছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন । যদিও শেষ পর্যন্ত পাওয়া অনুযায়ী, এখন তিনি অনেকটাই ভালো আছেন । ইতিমধ্যে হাসপাতাল থেকে বাড়িও ফিরেছেন তিনি । আগামী সপ্তাহ থেকে শুটিং শুরু করতে পারেন বলেও জানা গিয়েছে ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, অনিয়মিত রক্তচাপের কারণে অসুস্থতা বোধ করছিলেন এই অভিনেতা । এটা অবশ্য তাঁর পুরোনো সমস্যা । 1 নভেম্বর বাড়িতে থাকাকালীন তাঁর শরীর খারাপ হয়ে যায় । এরপর ওইদিনই তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে । সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি ।
আরও পড়ুন : অসুস্থ অভিনেতা প্রতীক, ভরতি হাসপাতালে
সূত্রের খবর, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ওই হাসপাতালে প্রতীকের কোরোনা পরীক্ষা করা হয় । তাঁর রিপোর্ট নেগেটিভ আসে বলে জানা গিয়েছে । এছাড়াও একাধিক পরীক্ষা করা হয়েছে । যে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রতীক ওই হাসপাতালে ভরতি ছিলেন তিনি বলেন, "প্রতীক এখন ভালো আছেন । হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হয়েছে ।" গতকাল তাঁকে ছুটি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।
ধারাবাহিক 'মোহর'-এ শঙ্খর চরিত্রে অভিনয় করছিলেন প্রতীক । লক্ষ্মী পুজোর জন্য দু'দিন ধারাবাহিকের শুটিং বন্ধ ছিল । সেই সময় বাড়িতেই ছিলেন অভিনেতা । তখনই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি ।