মুম্বই : প্রয়াত টেলিভশন অভিনেতা আশিস রায় । 'সসুরাল সিমর কা' ধারাবাহিকের জনপ্রিয় মুখ ছিলেন তিনি । দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন । আজ সকালে মুম্বইয়ের যোগেশ্বরীতে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন ।
ইতিমধ্যেই কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রয়াত অভিনেতার বোন । সন্ধে 7টার দিকে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে ।
বহু দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন আশিস । লকডাউনের সময় তাঁর অবস্থা আরও খারাপ হয়ে যায় । তাই মুম্বইেয়র বাড়ি বেচে দিয়ে কলকাতায় পরিবারের কাছে চলে যাবেন বলেও ঠিক করেছিলেন । এদিকে চিকিৎসার জন্য তাঁর প্রায় সব টাকাই শেষ হয়ে গিয়েছিল । এরপর সোশাল মিডিয়ার মাধ্যমে সোনু সুদের কাছে আর্থিক সাহায্য চেয়েছিলেন তিনি ।