পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কিডনি বিকল হয়ে প্রয়াত অভিনেতা আশিস রায় - আশিস রায়

1997 সালে রজিত কাপুরের সঙ্গে একটি গোয়েন্দা সিরিজ় 'ব্যোমকেশ বক্সি' দিয়ে টেলিভিশনের যাত্রা শুরু করেছিলেন আশিস । এরপর একাধিক টেলিভিশন শো-তে দেখা গিয়েছিল তাঁকে । তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন একাধিক তারকা ।

sdf
sdf

By

Published : Nov 24, 2020, 1:22 PM IST

মুম্বই : প্রয়াত টেলিভশন অভিনেতা আশিস রায় । 'সসুরাল সিমর কা' ধারাবাহিকের জনপ্রিয় মুখ ছিলেন তিনি । দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন । আজ সকালে মুম্বইয়ের যোগেশ্বরীতে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন ।

ইতিমধ্যেই কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রয়াত অভিনেতার বোন । সন্ধে 7টার দিকে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে ।

বহু দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন আশিস । লকডাউনের সময় তাঁর অবস্থা আরও খারাপ হয়ে যায় । তাই মুম্বইেয়র বাড়ি বেচে দিয়ে কলকাতায় পরিবারের কাছে চলে যাবেন বলেও ঠিক করেছিলেন । এদিকে চিকিৎসার জন্য তাঁর প্রায় সব টাকাই শেষ হয়ে গিয়েছিল । এরপর সোশাল মিডিয়ার মাধ্যমে সোনু সুদের কাছে আর্থিক সাহায্য চেয়েছিলেন তিনি ।

1997 সালে রজিত কাপুরের সঙ্গে একটি গোয়েন্দা সিরিজ় 'ব্যোমকেশ বক্সি' দিয়ে টেলিভিশনের যাত্রা শুরু করেছিলেন আশিস । এরপর একাধিক টেলিভিশন শো-তে দেখা গিয়েছিল তাঁকে । তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন একাধিক তারকা ।

অভিনেত্রী জয়তি ভাটিয়া লেখেন, "গোটা বিশ্বের জন্য তুমি আশিস রায় হিসেবে থাকবে...আর আমার জন্য সুরেন্দ্রবেটা..."।

পরিচালক হনসল মেহেতা লেখেন, "বড় তাড়াতাড়ি চলে গেল আশিস রায় ।"

ABOUT THE AUTHOR

...view details