কলকাতা : প্রযোজনা সংস্থা হস্তান্তর হলেও আর্টিস্টরা টাকা পায়নি। এই মর্মে গত ২৫ মে একটি বৈঠক ডেকেছিল আর্টিস্ট ফোরাম। দাগ ক্রিয়েটিভ মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ যে চ্য়ানেল কর্তৃপক্ষকে টাকা দিলেও সেই টাকা আর্টিস্টদের দেওয়ার NOC দেয়নি সংস্থা।
গত বছরও এই সমস্যার মুখোমুখি হতে হয়েছিল টলিউডের টেলি জগতকে।৫টি মেগা সিরিয়াল জয় বাবা লোকনাথ, আমি সিরাজের বেগম, খনার বচন, মহাপ্রভু শ্রী চৈতন্য এবং প্রথম প্রতিশ্রুতির অনেকেরই পারিশ্রমিক বকেয়া থাকার অভিযোগ ওঠে এবার। এই ধারাবাহিকগুলির প্রযোজক হাতবদল হয়। তবে দাগ ক্রিয়েটিভ মিডিয়ার প্রতি অভিযোগ, অতীতেও নিয়মিতভাবে পারিশ্রমিক দিতে তারা দেরি করেছে। ফোরামের বক্তব্য, এই বিষয়ে সংশ্লিষ্ট চ্যানেল অন্যান্য প্রযোজকরা, ফেডারেশন, জে সি সি প্রভৃতি সকলেই ওয়াকিবহাল। তবে এ সমস্যার কোনও সমাধান হয়নি।