মুম্বই : এবার ওয়েব সিরিজ় 'তাণ্ডব'-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিজেপি বিধায়ক রাম কদম । তাঁর অভিযোগ, এই সিরিজ়ে হিন্দু দেব-দেবীদের অপমান করা হয়েছে ।
শুক্রবার অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেয়েছে 'তাণ্ডব'। সেখানে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান, মহম্মদ জ়িশান আয়ুব, ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভারসহ আরও অনেকে । কলেজ ক্যাম্পাসের একটি নাটকের দৃশ্যে আয়ুবকে শিবের চরিত্রে দেখা যায় । আর সেই দৃশ্য নিয়েই তোলপাড় হয় সোশাল মিডিয়া । সেই দৃশ্য নিয়ে রাম কদমের অভিযোগ, সিরিজ়ের একটি দৃশ্যে মহম্মদ জ়িশান আয়ুব শিবকে অপমান করেছেন । তাঁর দাবি, অবিলম্বে সিরিজ় থেকে ওই দৃশ্য বাদ দেওয়া হোক । এছাড়া নির্মাতাদের ক্ষমাও চাইতে বলেন তিনি । এর পাশাপাশি অ্যামাজ়ন প্রাইম ও নেটফ্লিক্সে কী ধরনের সিরিজ় মুক্তি পাচ্ছে সেগুলি দেখার জন্য একটি সেন্সর বোর্ড গঠনের আবেদন জানিয়েছেন ।
আজ টুইটারে 'তাণ্ডব' সিরিজ়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন রাম কদম । সেখানে লেখেন, "প্রতিটি সিনেমা ও ওয়েব সিরিজ়ে হিন্দু ধর্মকে অপমান করার এই প্রবণতা কেন শুরু হয়েছে ? এর সাম্প্রতিক উদাহরণ হল 'তাণ্ডব'। আবারও কোনও সিনেমা বা সিরিজ়ের সঙ্গে সইফ আলি খান যুক্ত রয়েছেন যেখানে হিন্দু দেবতাকে অপমান করা হল । পরিচালক আলি আব্বাস জ়াফারের উচিত এই দৃশ্যকে বাদ দেওয়া ।"
এরপর আরও একটি টুইটে তিনি লেখেন, "আমি ঘাটকোপার থানায় সিরিজ়ের ক্রিয়েটর, অভিনেতা ও পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি । শীঘ্রই এই ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ । এই সিরিজ় হিন্দু দেব-দেবীকে অপমান করেছে । এই দৃশ্যের জন্য ওয়েব সিরিজ় নির্মাতাদের ক্ষমা চাইতে হবে । না হলে এই ওয়েব সিরিজ় বয়কট করা হবে ।"
তবে শুধু রাম কদমই নন । ওয়েব সিরিজ়গুলির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়েছেন বিজেপি সাংসদ মনোজ কোটাক । কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে একটি চিঠি লেখেন । সেই চিঠিতে ওটিটি প্ল্যাটফর্মকে নিয়ন্ত্রণ করার বিধি দ্রুত কার্যকর করার আবেদন জানান তিনি ।