পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"দেশে নিজেকে নিরাপদ মনে করছি না": চন্দন সেন - Chandan Sen

শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে অতর্কিত হামলায় শহিদ হয়েছেন ৪৫জন CRPF জওয়ান। গোটা দেশ প্রতিবাদে সরব হয়েছে। বলিউড থেকে টলিউড, সকলেই শহিদের পরিবারের পাশে দাঁড়িয়ে ঘটনার তীব্র নিন্দে করেছে। আর সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ক্ষোভপ্রকাশ করলেন চন্দন সেন, অনীক দত্তের মতো ব্যক্তিত্বরা।

চন্দন সেন

By

Published : Feb 16, 2019, 4:42 PM IST

অভিনেতা এবং নাট্যব্যক্তিত্ব চন্দন সেন বললেন, "আমি নিজেকে একেবারেই নিরাপদ মনে করছি না। আমার প্রচণ্ড রাগ হচ্ছে। যাঁরা মারা গেছেন, তাঁদের পরিবারের প্রতি সহানুভূতি ছাড়াও আমার প্রচণ্ড রাগ হচ্ছে। কারণ, আমরা নাকি তথাকথিতভাবে বিশ্বের এমন একটা শক্তি বা ক্ষমতা ধরে রাখতে পারি এবং আমাদের এমন একটা এজেন্সি আছে তাঁরা কোনও খবর রাখে না। খবর রাখে না যে ঘটনাটা ঘটবে এটা বিশ্বাস করা খুব মুশকিল। ভোটের আগে এ ধরনের ঘটনা ঘটে কিছু মানুষকে বলি দিয়ে। আমার রাগ হয়, আমি কিছু করে উঠতে পারি না রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করা ছাড়া। কাশ্মীরের সাধারণ মানুষ এবং আমাদের জওয়ানদের ওখানে বলি দেওয়া হয়। সুতরাং, আমার প্রতিক্রিয়া সেটাই। আমাদের নাকি এমন এমন সমস্ত ইন্টেলিজেন্স আছে যেটা সারা ভারতবর্ষে কাউন্টার এসপিওনেজ করে বেড়াতে পারে‌। কিন্তু, তার নিজের দেশের মধ্যে এতগুলো লোক মারা যাচ্ছে, সেটা বলতে পারছে না। মধ্যপ্রদেশে যেভাবে মানুষ খুন হয়, এই CRPF-কে লেলিয়ে দেওয়া হয়। মধ্যপ্রদেশেও যেভাবে জাওয়ানদের মারা হয় এবং সাধারণ মানুষকে মারা হয় যেভাবে, তাই আমি একদম নিরাপদ বোধ করছি না নিজের দেশের মধ্যে বসে থেকে।"

অনীক দত্ত বললেন, "আমি জন লেননের চারটি লাইন বলব গানের থেকে। আমার প্রিয় গান। ২-৩ বছর পরপর এই গানটা নির্বাচিত হয়েছিল পৃথিবীর সবচেয়ে পপুলার গান হিসেবে। কিন্তু আনফরচুনেট আমরা, অনেকেই গানটা গাই। তবে এর প্রভাব আমাদের উপর কতটা পড়েছে, আদতেও আমরা এটা বিশ্বাস করি কি না, আমরা জানি না। সে চারটি লাইন হল - Imagine there is no country. It's not very hard to do. Nothing to kill or die for. And no religion too." একই কথা রবীন্দ্রনাথ বলেছেন বহু বছর আগে। চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ যেথা শির। আমরা শুনি না বা শুনিনি। ইউটোপিক বা হতে পারে না ইত্যাদি বলি। লোক মরছে, কেন মরছে, কাদের জন্য মরছে, এই হতভাগ্য দেশ, এই হানাহানির কি মানে। এখনও কি মানুষ বড় হয়ে উঠল না, ম্যাচিওর হয়ে উঠল না। এটা আশা করি আবার রাজনীতিতে পরিবর্তিত হবে!"

ঘটনার তীব্র নিন্দা করে ক্ষোভপ্রকাশ করলেন বরুণ চন্দ, পরাণ বন্দ্যোপাধ্যায়, পরমা, দেবজ্যোতি মিশ্র, চন্দ্রেয়ী সহ আরও অনেকে।

দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details