কলকাতা, 9 জানুয়ারি : বিদায়ের ঘণ্টা বেজেছে । 1202 পর্বে আজই শেষ হতে চলেছে ধারাবাহিক 'কৃষ্ণকলি' (last episode of Krishnakoli)। সন্ধে 6 টার স্লটে 10 জানুয়ারি, সোমবার থেকে সম্প্রচারিত হবে 'করুণাময়ী রানি রাসমণি - উত্তরপর্ব'।
শুরুটা ছিল 2018 সালে 18 জুন ৷ কালো মেয়ে শ্যামার কীর্তন গানের জাদুকে রসদ করে সুশান্ত দাসের প্রযোজনা সংস্থা থেকে আসে 'কৃষ্ণকলি'(TV serial Krishnakoli)। শুরুর দিন থেকে দর্শকের মনে জায়গা করে নেয় এই ধারাবাহিক । অদিতি মুন্সির কণ্ঠে প্রত্যেকটি গানে লিপ দেন গল্পের নায়িকা শ্যামা থুড়ি তিয়াসা রায় । জমে ওঠে শ্যামা আর নিখিলের জুটি । গান, প্রেম, পারিবারিক বন্ধন, সম্পর্কের টানাপোড়েন, ষড়যন্ত্র সব মিলিয়ে এই ধারাবাহিক হয়ে ওঠে দর্শকের খুব কাছের ।
সময়ের সঙ্গে সঙ্গে আসে নতুন সব চরিত্র । হাজির হয় চৌধুরী পরিবারে আরও নানা সমস্যা, যা বরাবরই চৌধুরী পরিবারকে যন্ত্রণা দিয়ে এসেছে । এবার সব সমস্যা সমাধানের পালা । তবে শেষ পর্বেও রয়েছে টানটান উত্তেজনা । মঞ্চে অদিতি মুন্সির সঙ্গে গান গাইবে শ্যামা (Tiyasha Roy to sing with Aditi Munshi)। আর তখনই শ্যামার জন্য তৈরি আরও এক বিপদ । নিখিল কি পারবে শ্যামাকে বাঁচাতে ? নাকি ঘটবে অন্য কিছু ? সেটাই দেখার ।
আরও পড়ুন:রাতারাতি ফর্সা হয়ে গেল 'কৃষ্ণকলি'-র শ্যামা ? সমালোচনায় নেটিজেনরা