কলকাতা : এক মেয়ের স্বপ্নের উড়ান, আকাশ ছুঁতে চাওয়ার বাসনা । বহু কঠিন পথ পেরিয়ে তাঁর পাইলট হতে চাওয়ার লড়াই । নারীর উত্থানের চিত্রনাট্যে ভর করেই তৈরি হয়েছে তিতলির যাত্রা । 13 জুলাই থেকে টেলিভিশনে সম্প্রচারিত হবে ধারাবাহিক 'তিতলি'।
এই ধারাবাহিকে নায়কের চরিত্রে রয়েছেন আরিয়ান ভৌমিক । তাঁর চরিত্রের নাম সানি । সানি একজন ব্লগার । ফুড নিয়েও সে ব্লগ করে । ব্যবসায়ী পরিবারে থেকে উঠে আসা ছেলেটা নিজের মতো পেশা বেছে নিয়েছে । তার উৎসাহে তিতলি আরও বড় হয়ে উঠবে । সেটাই দেখানো হবে ধারাবাহিকে আগামীদিনে । নিজের চরিত্র সম্পর্কে আরিয়ান বলেন, "ধারাবাহিকে নারী-পুরুষ লিড দু'জনেই সমানভাবে গুরুত্বপূর্ণ । স্টার জলসা এবং সুশান্তর পরিচালনা বলেই আরও বেশি আগ্রহী হয়ে 'সতী'-র পর ফের ধারাবাহিকে ফিরতে পেরেছি ।"
'তিতলি' ধারাবাহিকে নতুন মুখকে দর্শকের সঙ্গে পরিচিত করতে চলেছে টিম । মধুপ্রিয়া চৌধুরিকে দেখা যাবে মুখ্য চরিত্রে । নিজের চরিত্র সম্পর্কে মধুপ্রিয়া বলেন, "আমি ভীষণ এক্সাইটেড । এটা আমার প্রথম কাজ । তিতলি মেয়েটি অত্যন্ত মিষ্টি এবং খুব সাধারণ । চরিত্রটা করতে করতে আমি তিতলির প্রেমে পড়ে গিয়েছি । অনেক প্র্যাকটিস করতে হচ্ছে ।"