পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাঘাযতীন হয়ে ওঠার গল্প বললেন স্বর্ণদীপ্ত - Television Actor

ক্যারিয়ারের আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র করছেন অভিনেতা স্বর্ণদীপ্ত ঘোষ। টেলিভিশনের পরদায় বাঘাযতীন চরিত্রটি হয়ে উঠতে কতটা তৈরি হতে হয়েছিল তাঁকে? শেয়ার করলেন ETV ভারতের সঙ্গে।

স্বর্ণদীপ্ত ঘোষ

By

Published : May 16, 2019, 5:42 PM IST

কলকাতা : অভিনয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন নেগেটিভ চরিত্র দিয়ে। 'গৌরিদান' ধারাবাহিকের সানি সিংয়ের চরিত্রে দেখা গেছিল তাঁকে। তারপর 'ভুতু' ধারাবাহিকে লজেন্সের ছোটো কাকা অমিতের চরিত্রে দেখা যায় অভিনেতা স্বর্ণদীপ্ত ঘোষকে। তারপর আসতে থাকে অনেক কাজের সুযোগ। স্বর্ণদীপ্ত সবচেয়ে বেশি জনপ্রিয় হন 'ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ' ধারাবাহিকের ভীম চরিত্রটি করে। সম্প্রতি 'নেতাজি' ধারাবাহিকে তিনি বাঘাযতীন। স্বর্ণদীপ্তর মতে এটাই তাঁর ক্যারিয়ারের আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র।

বাঘাযতীনের ভূমিকায় স্বর্ণদীপ্ত
বাঘাযতীনের ভূমিকায় স্বর্ণদীপ্ত
স্বর্ণদীপ্ত বললেন, "আমি অভিনয় শুরু করি ২০১৫ সালের শেষ থেকে। যে কোনো ভালো চরিত্র পেলে নিশ্চয়ই তা করব। তবে 'ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ' ধারাবাহিকে ভীমের চরিত্রে অভিনয় করার পর দর্শক আমাকে চিনেছে। ভীমের চরিত্র করেছিলাম বলেই 'নেতাজি' ধারাবাহিকে বাঘাযতীনের চরিত্র করার সুযোগ পেয়েছি। কারণ একটাই, বাহুবল। স্বাধীনতা সংগ্রামী বাঘাযতীনের শারীরিক ক্ষমতা অনেক বেশি ছিল। বাঘের সঙ্গে একা লড়াই করে বাঘ মেরেছিলেন বাঘাযতীন। চ্যানেলের মনে হল, যেহেতু ভীমের চরিত্রে অভিনয় করেছি, তাই আমাকেই বাঘাযতীন হিসেবে ভালো মানাবে।"
নেতাজি-র পুরো টিমের সঙ্গে
বাঘাযতীনের ভূমিকায় স্বর্ণদীপ্ত
স্বর্ণদীপ্ত আরও বললেন, "এই চরিত্র করতে গিয়ে অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। যেদিন থেকে 'নেতাজি' ধারাবাহিক আসার কথা শুনেছি, সেদিন থেকেই আমার সেই ধারাবাহিকে কাজ করার ইচ্ছে। ইচ্ছে ছিল কোনও বীর স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অভিনয় করব। বাঘাযতীন আমার সেই স্বপ্নপূরণ করেছে। এই চরিত্র করতে গিয়ে সেই সময়কার অনেককিছুর সম্পর্কে জানতে পেরেছি। বীর স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে শ্রদ্ধা ভক্তি আরও বেড়েছে।"
বাঘাযতীনের ভূমিকায় স্বর্ণদীপ্ত

ABOUT THE AUTHOR

...view details