পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আজ সমস্ত বাংলা ধারাবাহিকের শুটিং বন্ধ - Prasenjit Chatterjee

ফেডারেশনের ডাকা বার্ষিক সাধারণ সভায় যোগদানের জন্য আজ বাংলা ধারাবাহিকগুলির শুটিং বন্ধ ।

আজ সমস্ত বাংলা ধারাবাহিকের শুটিং বন্ধ

By

Published : Jun 23, 2019, 12:27 PM IST

কলকাতা : ফেডারেশনের ডাকা বার্ষিক সাধারণ সভায় যোগদানের জন্য আজ বাংলা ধারাবাহিকগুলির শুটিং বন্ধ থাকবে । নিত্য নতুন বাংলা ধারাবাহিকগুলি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠলেও দেখা দিয়েছে একের পর এক বিতর্ক । শিল্পী ও টেকনিশিয়ানরা সময় মতো ন্যায্য পারিশ্রমিক না পাওয়া, 10 ঘণ্টার বেশি কাজের ক্ষেত্রে ওভারটাইমের সুবিধা থেকে বঞ্চিত হওয়া এবং আরও অনেক বিষয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।

দাগ ক্রিয়েটিভ মিডিয়ার প্রধান রানা সরকার দীর্ঘদিন ধরে তাঁর ধারাবাহিকের শিল্পী ও টেকনিশিয়ানদের বকেয়া টাকা দিচ্ছেন না । যতবারই তাঁকে মিটিংয়ে আসতে বলা হয় ততবারই তিনি ব্যস্ত আছেন বলে এড়িয়ে যান । কিছুদিন আগেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অরিন্দম গাঙ্গুলি যৌথভাবে এক সাংবাদিক সম্মেলন করেছিলেন । সেখানে তাঁরা জানিয়ে দিয়েছিলেন, সময় মতো পাওনা টাকা না পেলে উচ্চ আদালতে আবেদন করতেও পিছপা হবেন না । সেই জায়গা থেকে আজ ফেডারেশনের ডাকা বার্ষিক সাধারণ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

সভার জন্য সমস্ত শিল্পী ও টেকনিশিয়ানদের দক্ষিণ কলকাতার ITI কলেজে উপস্থিত থাকতে বলা হয়েছে । ধারাবাহিকগুলি দর্শকদের জন্য প্রতিদিন টেলিভিশনে সম্প্রচার হয় । তাই আগে থেকেই চ্যানেল কর্তৃপক্ষ, প্রডিউসার, আর্টিস্ট ও টেকনিশিয়ানদের অনুরোধ করে রাখা ছিল ব্যাঙ্কিং এপিসোড তৈরি করে রাখার জন্য । এখন দেখার আজ এই বৈঠক কতটা ফলপ্রসূ হয় । শিল্পী, টেকনিশিয়ানরা তাঁদের প্রাপ্য টাকা ফেরত পাবেন, নাকি সমবেতভাবে তাঁরা ধর্মঘটের দিকে পা বাড়াবেন, সে দিকেও নজর থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details