মুম্বই : এবার বড় পরদায় তুলে ধরা হবে কিংফিশারের কর্ণধার বিজয় মালিয়ার কাহিনি । তাঁর জন্ম থেকে শুরু করে ব্রিটেনে পালিয়ে যাওয়া সবই তুলে ধরা হবে সিরিজ়ে । কে গিরিপ্রকাশের 'দা বিজয় মালিয়া স্টোরি' বই অবলম্বনে তৈরি হতে চলেছে সিরিজ়টি । ইতিমধ্যেই সিরিজ় তৈরির জন্য এই বইয়ের সত্ত্ব কিনে নিয়েছে অলমাইটি মোশন পিকচার্স প্রযোজনা সংস্থা ।
অলমাইটি মোশন পিকচার্সের তরফে টুইটারে একথা ঘোষণা করা হয়েছে । অভিনেত্রী ও প্রযোজত প্রভলীন কৌর টুইটারে লেখেন, "অলমাইটি মোশন পিকচার্সের তরফে আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা 'দা বিজয় মালিয়া স্টোরি'-র সত্ত্ব কিনে নিয়েছি । এর লেখক কে গিরিপ্রকাশ আর বইটি প্রকাশ করা হয়েছিল পেঙ্গুইন ইন্ডিয়ার তরফে । খুব তাড়াতাড়ি এই নিয়ে ওয়েব সিরিজ় তৈরি করা হবে ।"