পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিজয় মালিয়াকে নিয়ে তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ় - Vijay Mallya web series

অলমাইটি মোশন পিকচার্সের তরফে টুইটারে একথা ঘোষণা করা হয়েছে । অভিনেত্রী ও প্রযোজত প্রভলীন কৌর টুইটারে লেখেন, "অলমাইটি মোশন পিকচার্সের তরফে আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা 'দা বিজয় মালিয়া স্টোরি'-র সত্ত্ব কিনে নিয়েছি । এর লেখক কে গিরিপ্রকাশ আর বইটি প্রকাশ করা হয়েছিল পেঙ্গুইন ইন্ডিয়ার তরফে । খুব তাড়াতাড়ি এই নিয়ে ওয়েব সিরিজ় তৈরি করা হবে ।"

োে্
োে্

By

Published : Aug 14, 2020, 4:28 PM IST

মুম্বই : এবার বড় পরদায় তুলে ধরা হবে কিংফিশারের কর্ণধার বিজয় মালিয়ার কাহিনি । তাঁর জন্ম থেকে শুরু করে ব্রিটেনে পালিয়ে যাওয়া সবই তুলে ধরা হবে সিরিজ়ে । কে গিরিপ্রকাশের 'দা বিজয় মালিয়া স্টোরি' বই অবলম্বনে তৈরি হতে চলেছে সিরিজ়টি । ইতিমধ্যেই সিরিজ় তৈরির জন্য এই বইয়ের সত্ত্ব কিনে নিয়েছে অলমাইটি মোশন পিকচার্স প্রযোজনা সংস্থা ।

অলমাইটি মোশন পিকচার্সের তরফে টুইটারে একথা ঘোষণা করা হয়েছে । অভিনেত্রী ও প্রযোজত প্রভলীন কৌর টুইটারে লেখেন, "অলমাইটি মোশন পিকচার্সের তরফে আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা 'দা বিজয় মালিয়া স্টোরি'-র সত্ত্ব কিনে নিয়েছি । এর লেখক কে গিরিপ্রকাশ আর বইটি প্রকাশ করা হয়েছিল পেঙ্গুইন ইন্ডিয়ার তরফে । খুব তাড়াতাড়ি এই নিয়ে ওয়েব সিরিজ় তৈরি করা হবে ।"

কিংফিশার এয়ারলাইন্সের নামে বিভিন্ন ব্যাঙ্ক থেকে প্রায় 9 হাজার কোটি টাকার ঋণ নিয়েছিলেন মালিয়া । এরপর তা শোধ করতে না পেরে বিদেশে পালিয়ে যান তিনি । তাঁর জন্ম থেকে শুরু করে বিদেশে পালিয়ে যাওয়া সবই তুলে ধরা হয়েছে এই বইতে । এবার মালিয়ার জীবনের যাবতীয় ওঠাপড়া তুলে ধরা হবে সিরিজ়ে । যেখানে তাঁর জন্ম থেকে শুরু করে বিয়ে, ব্যবসা, সাফল্য, ঋণ ও তা না শোধ করে বিদেশে পালিয়ে যাওয়া সবই ফুটে উঠবে স্ক্রিনে ।

সিরিজ়ের স্ক্রিপ্ট মোটামুটি তৈরি হয়ে গিয়েছে । তবে এই চরিত্রে কে অভিনয় করবেন তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি । সামনে মাস থেকেই শুরু হবে শুটিং ।

ABOUT THE AUTHOR

...view details