কলকাতা, 25 মার্চ :খুব তাড়াতাড়ি পর্দায় আসতে চলেছে সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'প্র্যাঙ্কেনস্টাইন' ৷ 'টিকটিকি' ওয়েব সিরিজের দুরন্ত সাফল্যের পর এই সিরিজে কৌশিক গঙ্গোপাধ্যায়কে আরও একবার দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে (Web Series Prankenstein Starring Kaushik Ganguly) ৷ গল্পের দিকে তাকালে দেখা যায়, বিপজ্জনক এবং বেপরোয়া প্র্যাংক ভিডিও তৈরি করে প্র্যাংকস্টার গ্রুপ প্র্যাঙ্কেনস্টাইনের আজ ভারত জোড়া নামডাকব । এই ভাইরাল গ্রুপের মুকুটে সিলভার এবং গোল্ড প্লে বাটনের পরে সম্প্রতি জুড়ে গেল একটি নতুন পালক । মুম্বই শহরে একটি ফ্যানফেস্টে আমন্ত্রণ পায় তারা । সেই আনন্দ উদযাপন করতে তারা কলকাতার উপকণ্ঠের কোনও শতাধিক বছর প্রাচীন রাজবাড়িতে রাত কাটাতে উপস্থিত হয় ।
উদযাপন চলাকালীন পানীয় ফুরিয়ে যাওয়ায় দলের দুই সদস্য রুবেন এবং ভিকি তা কিনতে রাজবাড়ির বাইরে বেরোয় । রাজবাড়িতে থেকে যায় দলেরই আর দুই সদস্য শিরিন এবং আরু । পানীয় কিনে ফিরে আসার পর ঘরে ঢুকে ভিতরের দৃশ্য দেখে ছেলেদুটি বিস্ময়ে হতবাক হয়ে যায় । তারা দেখে, তাদের বান্ধবীরা জবুথবু হয়ে ঘরের এক কোণে বসে আছে । তাদের থেকে একটু দূরে চেয়ারে আরাম করে বসে আছে এক অদ্ভুত দর্শন প্রৌঢ়, যাকে দেখতে নিতান্তই ছা-পোষা নিরীহ মধ্যবিত্ত বাঙালির মতো । কিন্তু তার হাতে পিস্তল । লোকটির আচরণে যেন মধু ঝরে পড়ে । কিন্তু তার এই বাড়িতে আগমনের কারণ শুনে চারটি ছেলেমেয়ের বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যায় ।
এই প্রৌঢ় নিজেকে এই প্র্যাংকস্টার গ্রুপের একজন একনিষ্ঠ ভক্ত বলে দাবি করে এবং তাদের সামনে একটি অদ্ভুত প্রস্তাব রাখে । তার প্ল্যান মাফিক একটি প্র্যাংক সেই রাতেই তাদের সংঘটিত করতে হবে । তবেই তাদের মুক্তি মিলবে এই নতুন সমস্যার হাত থেকে । নইলে অঘটন অবশ্যম্ভাবী । তারা বোঝে, এই প্রৌঢ় উন্মাদ । তার ওপর তার হাতে রয়েছে উদ্যত আগ্নেয়াস্ত্র । অগত্যা উপায়ান্তর না দেখে রুবেন, শিরিন এবং ভিকি বেরিয়ে পড়ে তার ইচ্ছাপূরণের উদ্দেশ্যে । আর এদিকে আরু জামিন হিসেবে রাজবাড়িতেই প্রৌঢ়র হাতে বন্দি থাকে ।