কলকাতা : 'গুঞ্জন' নাট্যগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া । অ্যাসোসিয়েশনের সভাপতি মদন মিত্রর তত্ত্বাবধানে গতকাল একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিল 'গুঞ্জন' । বৈঠকের বিষয়বস্তু ছিল শেক্সপিয়রকে কেন্দ্র করে উৎসব । উৎসবে অংশ নিয়েছেন মুম্বইয়ের স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রীরা । রয়েছেন কল্কি কেকলান, রজত কাপুর, রণবীর শোরে, জিম সরব, বিনয় পাঠক ও তিলোত্তমা সোম ।
14- 15 সেপ্টেম্বর কলামন্দিরে চলবে 'দা শেক্সপিয়র থিয়েটার ফেস্টিভাল' । শেক্সপিয়রের নাটক 'ম্যাকবেথ' ও 'অ্যাজ় ইউ লাইক ইট' মঞ্চস্থ হবে পরপর দু'দিন । কালকি 'ফেয়ারি টেল' পাঠ করবেন অভিনব কায়দায় ।
মদন মিত্র বলেন, "এই ফেস্টিভালের সঙ্গে আমরা, অর্থাৎ অটোমোবাইল অ্যাসোসিয়েশন জড়িয়ে গেলাম এই কারণেই, যে শেক্সপিয়ারের ট্রেডিশন এখনও চলছে । ভিন্টেজ গাড়ির ব্যাপারে যেমন অটোমোবাইল ইন্ডাস্ট্রি জড়িয়ে আছে, ঠিক তেমনই এই ভিন্টেজ গাড়ির সঙ্গে যদি আমরা শেক্সপিরিয়ান থিয়েটারকে নিয়ে আসতে পারি, মানুষ খুব খুশি হবে । আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্রোশিওর দিয়েছি..."
শেক্সপিয়র থিয়েটার ফেস্টিভাল তিনি আরও বলেন, "আমরা পরম্পরাকে ধরে রাখার চেষ্টা চালাচ্ছি । এই গুঞ্জন গোষ্ঠীর পাশে আমরা দাঁড়াতে চাই । এই যে গতিটা চলছে, কালের যাত্রার ধ্বনির সঙ্গে আমরা থাকতে চাইছি । পশ্চিমবঙ্গের নাট্যদলগুলির আর্থিক সাপোর্ট খুব দরকার । আর সেই আর্থিক সাপোর্টটাই এই দল দেওয়ার চেষ্টা করছে । হয়তো টাকার অঙ্কে লক্ষ লক্ষ টাকা নয় । কিন্তু ওদের উদ্দেশ্য পাঁচটি ভালো গ্রুপকে বেছে নিয়ে সাহায্য করা । এবং সেই টাকাটা তুলতে গেলে এখনও তাদের শেক্সপিয়ারের উপরেই ভরসা করতে হচ্ছে । এবং জাতীয় স্তরের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে আসতে হচ্ছে । না হলে স্পন্সর আসতে চাইছে না ।"
'গুঞ্জন' নাট্যদলটি কলকাতার একটি নাটকের কোম্পানি । এটি দেশের তাবড় তাবড় নাট্যব্যক্তিত্বকে নিয়ে মূলত কাজ করে । 'আইনস্টাইন', 'ডান্স লাইক এ ম্যান', 'হ্যামলেট', 'ম্যাকবেথ', 'কিং লিয়ার'-র মতো নাটক মঞ্চস্থ করেছে । সেই নাটকগুলিতে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, লিলিট দুবে, অনন্ত মহাদেব, জিম সরব, কল্কি কেকলান, রজত কাপুর, বিনয় পাঠক, রণবীর শোরে, তিলোত্তমা সোম সহ অন্যান্যরা ।