পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বন্ধ হচ্ছে 'দ্য কপিল শর্মা শো' ?

বন্ধ হয়ে যাচ্ছে 'দ্য কপিল শর্মা শো' । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ফেব্রুয়ারি মাস থেকেই বন্ধ হচ্ছে এই কমেডি শো ।

the kapil sharma show finished
the kapil sharma show finished

By

Published : Jan 25, 2021, 5:47 PM IST

মুম্বই : আগামী ফেব্রুয়ারি মাস থেকে নাকি বন্ধ হচ্ছে 'দ্য কপিল শর্মা শো' । হ্যাঁ, ঠিকই শুনেছেন । বিপুল টিআরপি থাকা সত্ত্বেও এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে চ্যানেল কর্তৃপক্ষ । কী কারণ ?

এক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, শোয়ে বেশ কিছু পরিবর্তন করা হবে । তবে বেশিদিন অপেক্ষা করতে হবে না দর্শককে । কয়েকমাসের মধ্যেই ভোল বদল করে ফিরবে এই হাসির অনুষ্ঠান । শো চলাকালীন এই পরিবর্তনগুলো সম্ভব নয় বলেই এই আকস্মিক বিরতি ।

তবে শো বন্ধের পিছনে আর অন্য কোনও কারণ রয়েছে কিনা জানা যায়নি । অনেকে মনে করছেন যে, কপিলের স্ত্রী গিনি চাতার্থের প্রেগনেন্সির কারণেই এই সিদ্ধান্ত । তবে গিনি আদৌ প্রেগনেন্ট কিনা সেই খবরও জানা নেই ।

কপিল

2018 সালের ডিসেম্বর মাস থেকে শুরু হয় 'দ্য কপিল শর্মা শো' । এত বছর ধরে অনেক সমালোচনা হয়েছে শো-টি নিয়ে । শোয়ের অভিনেতাদের মধ্যে নানা ঝামেলা হয়েছে, বিতর্কও হয়েছে প্রচুর । তবুও টেলিভিশন রেটিং চার্টে উপরের দিকেই থেকেছে কপিল সঞ্চালিত এই শো ।

'দ্য কপিল শর্মা শো'-এর বন্ধ হয়ে যাওয়ার খবরে তাই অনেকেরই মন খারাপ ।

ABOUT THE AUTHOR

...view details