কলকাতা : ঠিক যেন সিনেমার মতো । প্রেমিকাকে গভীর আলিঙ্গনে জড়িয়ে রেখেছেন প্রেমিক । ব্যাকড্রপে মিঠে আলো, আর ছবিতে ছড়ানো এক অদ্ভুত উষ্ণতা । বড়দিনে এমনই একটা ফিল্মি মুহূর্ত কাটালেন লাভ বার্ডস অভিষেক আর দিয়া ।
লাল শর্ট ড্রেসে মোহময়ী দিয়া । মাথায় তাঁর সান্তাটুপি । আর অভিষেক স্ট্রাইপড সোয়েট শার্ট আর কালো টুপিতে দারুণ স্মার্ট । এতদিন টেলিদুনিয়ার এই দম্পতিকে নিয়ে যতটা মাতামাতি হয়েছে, আজ এই ছবি দেখার পর তা বহু গুণে বেড়ে যাবে, বাজি রেখে বলা যায় ।