পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এবার 'সারেগামাপা'-র মূল আকর্ষণ গুরু-শিষ্য পরম্পরা - undefined

এই প্রথম গুরু শিষ্য পরম্পরা যুক্ত হচ্ছে 'সারেগামাপা'-র সঙ্গে । এবছর গুরুরা হলেন ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায় এবং মনোময় ভট্টাচার্য । এটি বাংলা টেলিভিশনের ক্ষেত্রে প্রথমবার হতে চলেছে ।

asd
sdf

By

Published : Sep 23, 2020, 11:23 PM IST

কলকাতা : আসছে জ়ি বাংলার গানের অনুষ্ঠান 'সারেগামাপা'। আগামী 26 অক্টোবর থেকে সম্প্রচার হতে চলেছে এই রিয়েলিটি শো ।

এবছর বেশ কিছু পরিবর্তন এসেছে 'সারেগামাপা'-তে । এই সিজ়নে জিশু সেনগুপ্ত নন, বরং সঞ্চালনা করতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে ।

.

প্রতিবার 'সারেগামাপা'-র সিজ়নগুলিতে বিভিন্ন ধরনের গান তুলে ধরা হয় । বিভিন্ন ঘরানার গানের আলাদা আলাদা বিভাগও থাকে । কোথাও লোকগীতি, কোথাও আধুনিক, এভাবেই মিশে যায় গানের মঞ্চ ।

.

এবছর বিচারকের আসনে দেখা যাবে আকৃতি কক্কর, মিকা সিং, শ্রীকান্ত আচার্য ও জয় সরকারকে ।

.

আর এই প্রথম গুরু শিষ্য পরম্পরা যুক্ত হচ্ছে 'সারেগামাপা'-র সঙ্গে । এবছর গুরুরা হলেন ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায় এবং মনোময় ভট্টাচার্য । এটি বাংলা টেলিভিশনের ক্ষেত্রে প্রথমবার হতে চলেছে ।

.

প্রথম থেকেই বিতর্ক উঠেছিল, 'সারেগামাপা ২০২০'-তে কেন বাঙালিরা নেই ? কেন মিকা সিংকে আনা হয়েছে মুম্বই থেকে ? মিকার গান নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই । সেই সব বিতর্ককে কাটিয়ে এগিয়ে গিয়েছে এই রিয়েলিটি শো । এখন এটা দর্শকদের মন কতটা জয় পারতে সেটাই দেখার ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details