পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Tejasswi Prakash on Naagin franchise: নাগিনের জনপ্রিয়তা নিয়ে উচ্ছ্বসিত তেজস্বী - Tejasswi Prakash shares her thoughts on Naagin

কেন এত জনপ্রিয় 'নাগিন' ধারাবাহিক ? এত বড় দায়িত্ব নেওয়ার আগে ঠিক কতটা নার্ভাস তিনি ? এবার সবকিছু নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুললেন তেজস্বী প্রকাশ (Tejasswi Prakash on why Naagin franchise is hit)৷

Tejasswi Prakash shares her thoughts on Naagin
চোখের জন্য় আরামদায়ক এই ধারাবাহিক কত সুন্দরী অভিনয় করে, নাগিনের জনপ্রিয়তা নিয়ে বললেন তেজস্বী

By

Published : Feb 14, 2022, 8:44 PM IST

নয়াদিল্লি, 14 ফেব্রুয়ারি : 'বিগ বস-15'-এর মঞ্চে থাকতে থাকতেই জনপ্রিয় ধারাবাহিক 'নাগিন'-এ কাজ করার অফার পেয়ে গিয়েছিলেন এবারের মরশুমের বিজয়ী তেজস্বী প্রকাশ ৷ এবার 'নাগিন' ধারাবাহিক ঠিক কেন এতখানি জনপ্রিয় তা নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুললেন তিনি (Tejasswi Prakash shares her thoughts on Naagin)৷ তিনি বলেন, "আমার মনে হয় এটা একেবারে আলাদা ৷ এটা দৈননন্দিন গড়পড়তা জীবনের গল্পের সঙ্গে অতিপ্রাকৃতের একটা সুন্দর মিশেল, যেখানে ভারসাম্য়টা বজায় রয়েছে ৷ তাছাড়া দর্শকের চোখের জন্য় এটা খুবই আরামদায়ক ৷ খুব সুন্দরী নায়িকারা এখানে অভিনয় করেছেন, গল্পে দারুণ দারুণ সব বাঁক আর মোচড় রয়েছে ৷ "

অভিনেত্রী আরও বলেছেন,"মানুষ সবসময়ই 'জীবনের চেয়ে বড়' বিষয়গুলি দেখতে চায় এবং ভাবতে চায় এটা বাস্তব হলে কতটা আশ্চর্যজনক হত । এই চিন্তাই আমাদের কৌতুহল জাগিয়ে তোলে । এটা শুধু নাগিনকে নিয়ে নয়, যে কোনও অতিপ্রাকৃত শোয়ের ক্ষেত্রেই এটা সত্য়ি।" নাগিন সম্পর্কে বলতে গিয়ে নিজের ছোট বেলার কথাও টেনে এনেছেন অভিনেত্রী ৷ তাঁর কথায়, "ছোটবেলায় আমি খুব হ্য়ারি পটার দেখতাম এবং ভাবতাম এসব যদি সত্যি হত ৷ সুতরাং বুঝতেই পারছেন আপনি বাস্তবে দেখতে না পেলেও সর্বদা আশা করছেন যে এটা যদি সত্যি হয় ৷ এই কারণেই আকর্ষণটা আরও বেড়ে যায় ৷"

আরও পড়ুন: খুদে গাঙ্গুবাঈয়ের কাছে ক্লিন বোল্ড আলিয়া, ভাইরাল ভিডিয়ো

নাগিন ধারাবাহিকের ষষ্ঠ মরশুমে মুখ্য চরিত্রে অভিনয় করবেন তেজস্বী ৷ এই ধারাবাহিক শুরু হয় 2015 সালে ৷ তখন মু্খ্য চরিত্রে ছিলেন বাঙালি অভিনেত্রী মৌনি রায় আর রীতিমত প্রশংসা কুড়িয়েছিলেন তিনি ৷ এত বড় চরিত্রে অভিনয় করার আগে ঠিক কী ভাবছেন তেজস্বী ৷ অভিনেত্রী বলেন, "নিশ্চয়ই স্নায়ুর চাপ তো রয়েছেই, কারণ এর আগে নাগিনের এতগুলি দারুণ মরশুম রয়েছে ৷ তবে যেটুকু আমার হাতে আছে আমি সেটুকুই করব নিজের একশ শতাংশ উজার করে দেব ৷ "

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details