কলকাতা : লকডাউনের মধ্যে SVF এন্টারটেনমেন্টের ডিজিটাল প্ল্যাটফর্ম হইচইয়ের যে ওয়েব সিরিজ়টি দর্শকরা সবথেকে বেশি দেখেছেন তা হল 'তানসেনের তানপুরা'। আর সেই কথা মাথায় রেখেই আসছে সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন ।
ইতিমধ্যেই নাকি এর শুটিং শেষ করে ফেলেছেন পরিচালক সৌমিক চট্টোপাধ্যায় । নভেম্বরেই সম্প্রচারিত হবে সিরিজ়টি । সেই কারণেই তাড়াহুড়ো করে শুটিং শেষ করেছেন পরিচালক । ডাবিং নিয়ে এখন খুবই ব্যস্ত অভিনেতারা ।