মুম্বই : জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওারির প্রথম বিয়েটাও ভাঙে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে। ২০০৭ সালে প্রথম স্বামী রাজা চৌধুরিকে ডিভোর্স করে ২০১৩ সালে অভিনব কোহলিকে বিয়ে করেন তিনি। আর এবার শোনা যাচ্ছে, অভিনেত্রীর মেয়ে পালক তিওয়ারি তাঁর 'পালকপিতা' অভিনবর কাছে নির্যাতিত হয়েছেন দিনের পর দিন। সরাসরি যৌন হেনস্থা না করলেও অশ্লীল মন্তব্য ও ইঙ্গিত করেছেন তিনি পালকের সামনে।
মুম্বইয়ের কান্দিভালি পুলিস স্টেশনে কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শ্বেতা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে যে, অভিনব মত্ত অবস্থায় বাড়ি এসে পালককে মারধর করেন, গালিগালাজ করেন বলে অভিযোগ আনেন শ্বেতা। তবে এই নির্যাতন শুধুমাত্র পালকের ক্ষেত্রেই করেন তিনি, শ্বেতার সঙ্গে নয়। আজ সোশাল মিডিয়ায় এ কথা পরিষ্কার করে জানান পালক।