পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ঢাকির চরিত্রে অভিনয় করতে প্রশিক্ষণ নিয়েছিলেন শ্বেতা - jamuna dhaki

এবার ঢাকির চরিত্রে অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য । এর আগে 'কনক কাঁকন', 'জড়োয়ার ঝুমকো'-র মতো ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করেন তিনি । 'যমুনা ঢাকি' ধারাবাহিক নিয়ে ETV ভারতের সঙ্গে আলাপচারিতায় শ্বেতা ।

sdf
dsf

By

Published : Jul 28, 2020, 9:30 PM IST

Updated : Jul 29, 2020, 5:42 PM IST

কলকাতা : সম্প্রতি জ়ি বাংলায় সম্প্রচারিত হচ্ছে 'যমুনা ঢাকি' ধারাবাহিক । এক মেয়ে ঢাকির জীবনযুদ্ধের কথা বলবে এই ধারাবাহিক । যমুনা ঢাকির চরিত্রে অভিনয় করেছেন শ্বেতা ভট্টাচার্য । এর আগে 'কনক কাঁকন', 'জড়োয়ার ঝুমকো'-র মতো ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করেছেন তিনি । এই ধারাবাহিক নিয়ে ETV ভারতের সঙ্গে আলাপচারিতায় শ্বেতা ।

ধারাবাহিক সম্প্রচারের পর থেকে দর্শকের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছে 'যমুনা ঢাকি'। ফোন করে বা মেসেজেও শ্বেতাকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই । এ প্রসঙ্গে শ্বেতা বলেন, "স্নেহাশিসদার প্রত্যেকটি কাজই আমার ভীষণ ভালো লাগে । একটা ধারাবাহিকে মূক ও বধিরের চরিত্রে অভিনয় করেছিলাম । সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছিল । 'জড়োয়ার ঝুমকো'-তে স্যাকরার মেয়ে হয়েছিলাম । গয়না বানাতে শিখেছিলাম । এরপর হলাম ঢাকির মেয়ে । একেবারে অন্যধরনের একটা গল্প । অন্যধরনের বার্তা দেয় সমাজকে । আমাদের সমাজে তো মেয়ে ঢাকি খুব একটা দেখা যায় না ।"

.

এই চরিত্রর কথা শুনে প্রথমে খুবই আনন্দিত হয়েছিলেন শ্বেতা । কারণ যমুনা শুধু ঢাকিই নয়, অত্যন্ত প্রতিবাদী একজন মানুষ । ঢাকিদের ঐতিহ্য রক্ষার লড়াই, বাবার সম্মান রক্ষার লড়াই করতে দেখা যাবে তাকে । চরিত্র সম্পর্কে শ্বেতা বলেন, "আমি যে কটা কাজ করেছি, প্রত্যেকটাই খুব চ্যালেঞ্জিং । কাজটা যখন আমার কাছে আসে স্নেহাশিসদাও বলেন চ্যানেলও চায় আমিই কাজটা করি । সেটা শুনে খুব খুশি হয়ে যাই । কারণ, জ়ি থেকেই প্রথম অ্যাওয়ার্ড পেয়েছিলাম ।"

.

এই চরিত্রর প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই পাড়ার একজন ঢাকির কাছে যান শ্বেতা । ওই ব্যক্তির কাছেই ঢাক বাজানোর প্রশিক্ষণ নিতে শুরু করেন । ধারাবাহিকের সেটে প্রতিদিনই একজন ঢাকি থাকেন, যিনি শ্বেতাকে সব কিছুই শেখাচ্ছেন । এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "আমি প্রত্যেকদিন শিখছি, কীভাবে কাঠি ধরতে হয় । ঢাকের কোন জায়গায় পেটালে সঠিক আওয়াজ বেরোয় সবইশেখানো হচ্ছে আমাকে । এখন ঢাকও বাজাতে পারছি । সবথেকে মজার ব্যাপার হচ্ছে, ঢাকের বোল শিখছি । একটা সিনে ঢাকের বোলও বলব ।"

.

ঢাক ছাড়া পুজো অসমাপ্ত । দুর্গাপুজোতে ঢাকিরা যতক্ষণ এককোণে পরে থাকে কেউ ফিরেও তাকায় না । কিন্তু যেই না ঢাকে কাঠি পরে, মনে হয় দুর্গাপুজো হচ্ছে । সেটাই খুব স্পেশাল বিষয় শ্বেতার কাছে । বলেন, "বরাবরই আমি ভীষণ নাচ পাগল । তাই যে কোনও ধরনের ছন্দ আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে । ছোটো থেকে আজ পর্যন্ত আমাদের পাড়ার পুজোতে ঢাকিকাকুদের সঙ্গে নেচেছি, ধুনুচি নাচ করেছি । তাঁদের থেকে ঢাক নিয়ে বাজিয়েছি । আমি জানি না ছোটোবেলার সেই ঢাকিকাকু এই ধারাবাহিকের ব্যাপারে জানেন কি না । দেখলে একবার নিশ্চয়ই আমাকে চিনতে পারবেন ।"

দেখুন যমুনা ঢাকির কিছু ঝলক

এখন প্রতি সপ্তাহেই দু'দিন করে লকডাউন ঘোষণা করা হচ্ছে সরকারের তরফে । এদিকে সোম থেকে রবি, প্রতিদিনই ধারাবাহিক সম্প্রচারিত হয় । অন্যসময় রবিবারগুলো ছুটি থাকলেও, এখন আর তা সম্ভব হচ্ছে না । কারণ লকডাউনের জেরে এখন রবিবারও কাজ করতে হচ্ছে 'যমুনা ঢাকি'-র শুটিং হচ্ছে বলে জানান শ্বেতা ।

Last Updated : Jul 29, 2020, 5:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details