কলকাতা : সম্প্রতি জ়ি বাংলায় সম্প্রচারিত হচ্ছে 'যমুনা ঢাকি' ধারাবাহিক । এক মেয়ে ঢাকির জীবনযুদ্ধের কথা বলবে এই ধারাবাহিক । যমুনা ঢাকির চরিত্রে অভিনয় করেছেন শ্বেতা ভট্টাচার্য । এর আগে 'কনক কাঁকন', 'জড়োয়ার ঝুমকো'-র মতো ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করেছেন তিনি । এই ধারাবাহিক নিয়ে ETV ভারতের সঙ্গে আলাপচারিতায় শ্বেতা ।
ধারাবাহিক সম্প্রচারের পর থেকে দর্শকের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছে 'যমুনা ঢাকি'। ফোন করে বা মেসেজেও শ্বেতাকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই । এ প্রসঙ্গে শ্বেতা বলেন, "স্নেহাশিসদার প্রত্যেকটি কাজই আমার ভীষণ ভালো লাগে । একটা ধারাবাহিকে মূক ও বধিরের চরিত্রে অভিনয় করেছিলাম । সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছিল । 'জড়োয়ার ঝুমকো'-তে স্যাকরার মেয়ে হয়েছিলাম । গয়না বানাতে শিখেছিলাম । এরপর হলাম ঢাকির মেয়ে । একেবারে অন্যধরনের একটা গল্প । অন্যধরনের বার্তা দেয় সমাজকে । আমাদের সমাজে তো মেয়ে ঢাকি খুব একটা দেখা যায় না ।"
এই চরিত্রর কথা শুনে প্রথমে খুবই আনন্দিত হয়েছিলেন শ্বেতা । কারণ যমুনা শুধু ঢাকিই নয়, অত্যন্ত প্রতিবাদী একজন মানুষ । ঢাকিদের ঐতিহ্য রক্ষার লড়াই, বাবার সম্মান রক্ষার লড়াই করতে দেখা যাবে তাকে । চরিত্র সম্পর্কে শ্বেতা বলেন, "আমি যে কটা কাজ করেছি, প্রত্যেকটাই খুব চ্যালেঞ্জিং । কাজটা যখন আমার কাছে আসে স্নেহাশিসদাও বলেন চ্যানেলও চায় আমিই কাজটা করি । সেটা শুনে খুব খুশি হয়ে যাই । কারণ, জ়ি থেকেই প্রথম অ্যাওয়ার্ড পেয়েছিলাম ।"