পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিচারকের আসনে কুমার শানু, কৌশিকী-জিৎ; আসছে 'সুপার সিঙ্গার জুনিয়র' - kumar sanu

খুদেদের নিয়ে রিয়ালিটি শো অনেক হয়েছে। গান-নাচ তো বটেই অভিনয় নিয়েও রয়েছে অনেক শো। ফের একবার শিশুদের প্রতিভা সন্ধানে বেরিয়ে পড়েছেন কুমার শানু, কৌশিকী চক্রবর্তী ও জিৎ গাঙ্গুলি।

সুপার সিঙ্গার জুনিয়র'

By

Published : May 22, 2019, 1:42 PM IST

কলকাতা : খুব শিগগিরিই আসছে 'সুপার সিঙ্গার জুনিয়র'। যেখানে জুনিয়রদের দেখা যাবে গান গাইতে। গতকাল হয়ে গেল শোয়ের আনুষ্ঠানিক ঘোষণা। বিচারকের দায়িত্বে রয়েছেন কুমার শানু, কৌশিকী চক্রবর্তী ও জিৎ গাঙ্গুলি।

কীভাবে বাছবেন খুদে প্রতিভাদের ? প্রশ্ন করা হলে কুমার শানু বলেন, "নেগেটিভিটি চলবে না। সবসময় ওদের এনকারেজ করতে হবে। এসব অনেককিছু মাথায় রেখেই করতে হবে। আমি বলব না যে দশে তুমি পাঁচ পেয়ছো। খাতায় লিখে রাখব, মুখে বলব না। ওদের এনকারেজ করব। ওদের থেকে অনেক শিখতে পারব।"

সুপার সিঙ্গার জুনিয়র'

কৌশিকী বলেন, "কে কীভাবে গড গিফটেড, সেটা বুঝতে পেরে তাদের শেখানোটাই বোধহয় একটা গুরুর কাজ ও অভিজ্ঞতা থেকেই এটা বলছি।" অন্যদিকে জিতের কথায়, তিনি খুদেদের মধ্যে থেকে বাছাই করে তাদের স্টুডিয়ো পর্যন্ত নিয়ে যাবেন বলে জানালেন।

তবে এসবের মধ্যে প্রতিযোগিতা তো একটাই থেকেই যাবে বলে মত কৌশিকীর। বাকি বিচারকরা আর কী বললেন দেখুন ভিডিয়োয়।

সুপার সিঙ্গার জুনিয়র'

ABOUT THE AUTHOR

...view details